সকাল নারায়ণগঞ্জঃ
বিশ্বব্যাপী মাহামারি আকারে ছড়িয়ে পড়া নোবেল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী হাজী মো. সেলিস সরদার। তিনি এর পাশাপাশি করোনা থেকে রক্ষা পেতে আল্লাহর নিকট প্রার্থনা করারও আহ্বান জানিয়েছেন।
রবিবার (৫ এপ্রিল) সকালে এক বিবৃতির মাধ্যমে তিনি এ আহবান জানান।
এসময় তিনি আরও জানান, আমরা সকলেই নিজে সচেতন থাকবো এবং অন্যকে সচেতন হওয়ার আহবান জানাবো। প্রাণঘাতী নোবেল করোনা ভাইরাসের এই দূর্যোগ মোকাবেলায় আমাদের সকলের বিশেষজ্ঞ ডাক্তার ও বাংলাদের সরকারের সকল প্রকার দিক নির্দেশনা মেনে চলার পাশা পাশি কর্মহীন অসহায় মানুষের পাশে থাকা উচিত। সরকারের নির্দেশনায় অফিস আদালত সহ সকল কার্যক্রম বন্ধ থাকার কারণে নিতান্ত শ্রমিকরা অসহায় হয়ে পড়েছে। তাই যারা দৌলতদার আছে তাদের এখন নিজ সামর্থ অনুজায়ী অসহায় মানুষের পাশে দাড়ানো দরকার।
আমি নিজেও সামর্থ অনুযায়ী আমার আশে পাশের কর্মহীন সাধারন মানুষদের খোঁজ খবর নিচ্ছি। এ দেশ ধনী গরীব, ধর্ম বর্ণ দলমত নির্বীশেষে আমাদের সকলের। আমরা সবাই এক হয়ে কাজ করলে খুব সহজেই প্রাণঘাতী নোবেল করোনা ভাইরাসের দূর্যোগ মোকাবেলায় সাফল্য অর্জন করতে পারব।