1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
সরকারী নির্দেশনা অমান্যকারী কাউকে নূন্যতম ছাড় দেওয়া হবে না- ডিসি জসীমউদ্দিন - সকাল নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
নারায়ণগঞ্জের এসপি প্রত্যুষ কুমার বদলি স্থলাভিষিক্ত হবেন জসীম উদ্দিন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা নজরুল পদক ও সার্টিফিকেট প্রদান  এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সার্টিফিকেট প্রদান  মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে সাংবাদিক বিভূ রঞ্জন সরকারের মৃতদেহ উদ্ধার বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি- মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়াকে শ্রেষ্ঠযুব সংগঠকের পুরস্কার তুলে দিলেন জেলা প্রশাসক আরাফাত রহমান কোকোর ৫৬তম জম্মদিনে মহানগর বিএনপির দোয়া পথশিশুদের নিজ হাতে খাবার খাওয়ান: এড. টিপু..  শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালনে পূজা পরিষদের মতবনিময় সভা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ

সরকারী নির্দেশনা অমান্যকারী কাউকে নূন্যতম ছাড় দেওয়া হবে না- ডিসি জসীমউদ্দিন

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ১৮৫ Time View
সরকারী নির্দেশনা অমান্যকারী কাউকে নূন্যতম ছাড় দেওয়া হবে না- ডিসি জসীমউদ্দিন (ছবি সকাল নারায়ানগঞ্জ)
সরকারী নির্দেশনা অমান্যকারী কাউকে নূন্যতম ছাড় দেওয়া হবে না- ডিসি জসীমউদ্দিন (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সকাল নারায়ণগঞ্জঃ

অনেকেই সরকারি নির্দেশনা না মেনে রাস্তায় আসছেন, ভিড় জমাচ্ছেন। যা সরকারি নির্দেশনার পরিপন্থি। এতে করে করোনাভাইরাস ঝুঁকির সম্ভাবনা থেকেই যাচ্ছে। কিন্তু কিছুতেই মানুষ সচেতন হচ্ছেন না। বাড়িতেও থাকছে না। এবার এসব মানুষদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, সরকারী নির্দেশনা অমান্যকারী কাউকে নূন্যতম ছাড় দেওয়া হবে না।

জসিম উদ্দিন বলেন, অভিযান আরও জোরদার করে সেনাবাহীনি ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় জেলা প্রশাসন মানুষকে ঘরে রাখার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। সামাজিক দূরত্ব বজায় রাখা ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে সার্বক্ষনিক অভিযান পরিচালনা করা হবে। 
এসময় তিনি সকল উপজেলা পরিষদের চেয়ারম্যানও কাউন্সিলদের সরকারী নির্দেশনা সমূহ মাইকিং করে গণপ্রচার চালানোর নির্দেশ দেন।

জসিম উদ্দিন বলেন, নারায়নগঞ্জে সর্বশেষ ৩ জন সন্দেহভাজন করোনা রোগীর নমুনা পরীক্ষার রির্পোট নেগেটিভ পাওয়া গেছে। সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৩ জন, আইসোলেশনে কেউ নেই, মৃত্যু নেই। অদ্য কোনো লোক আক্রান্ত নেই। হোম  কোয়ারেন্টাইনে ৪৮৬ জন, যার মধ্যে অদ্য ৩৮ জন। কোয়ারেন্টাইন থেকে ছাড়প্রাপ্ত মোট ৩৫২ জন, অদ্য ৫০ জন। ১ মার্চ থেকে অদ্য পযর্ন্ত বিদেশ থেকে মোট প্রত্যাগত ৬০০৮ জন। ঠিকানা ও অবস্থান চিহ্নিত বিদেশ প্রত্যাগত ব্যক্তি মোট ১১ শ ৮৮ জন। ব্যক্তিগত সুরক্ষা স্রামগী (পিপিই) বিতরন করা হয়েছে ৬৪১ টি, অদ্য মজুদ রয়েছে ১০৬৭ টি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলমসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL