সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক রাতের আঁধারেও ঘরে বসে নেই। তিনি মনে করেন দিন কিংবা রাত বুঝিনা আমার প্রয়োজন সদর উপজেলার সাধারণ মানুষের সেবা করা। তারি ধারাবাহিকতায় তিনি ছুটে চলছেন।
বুধবার ( ১ এপ্রিল ) দিবাগত রাত ১ টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের দক্ষিন পাশে সস্তাপুর গাবতলা এলাকায় আব্দুল কাদিরের ভাড়াটিয়া ফরহাদ মুন্সীর মুদি দোকানে গ্যাসের রাইজার থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী এক ঘন্টা চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার পর দমকল বাহিনী এসে প্রথমে আগুন নিয়ন্ত্রন করে। পরে আবার বিকট শব্দে বিস্ফোরণ হয়। এসময় দুজন দমকল বাহিনীর সদস্য আগুনে দগ্ধ হয়ে অন্তত ১০ হাত দুরে ছিটকে পড়ে। তখন তাদের দুজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে আগুন আতংকে আশপাশের বাসা বাড়ি থেকে শত শত নারী পুরুষ শিশু বাচ্চা নিয়ে সড়কে বের হয়ে সমাগম হয়। খবর পেয়ে দ্রুত সদর উপজেলার ইউএনও নাহিদা বারিক ঘটনা স্থলে এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আতংক গ্রহস্থ নারী পুরুষদের শান্তনা দিয়ে ঘরে ফেরান। এঘটনায় একটি মুদি দোকান পুড়ে ছাই হলে এলাকাবাসীর মধ্যে বড় ধরনের আগুন আতংক দেখা দেয়।