সকাল নারায়ণগঞ্জঃ
নারী নির্যাতন মামলায় গ্রেফতার যুবলীগ নেতা শাহ ফয়েজউল্লাহ ফয়েজের জামিন নামঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৯ মার্চ) দুপুরের দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে ফয়েজউল্লাহ ফয়েজের আইনজীবী একই আদালতে তার জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে তা নামঞ্জুর করে দেন।
প্রসঙ্গত, ২৮ মার্চ শনিবার রাতে ফয়েজে’র স্ত্রী আরোহী হাওলাদারের করা মামলায় ফতুল্লা মডেল থানা পুলিশ ফয়েজকে গ্রেফতার করে।
মামলা সূত্রে জানা যায়, আরোহী হাওলাদার ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি জামতলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে শাহ ফয়েজ উল্লাহ ফয়েজকে (৪৩) বিয়ে করেন। এরপর তাদের ঘরে একটি সন্তান হয়। বিয়ের পর থেকেই ফয়েজ আরোহীকে নানাভাবে যৌতুকের জন্য নির্যাতন করেন। এর পরিপ্রেক্ষিতে আরোহী ৮ লাখ টাকা প্রদান করে। এর মধ্যে ফয়েজ পরিবারের কোন ভরন পোষন না দিয়ে সম্প্রতি আরো ২ লক্ষ টাকা যৌতুক দাবি করে। টাকা না পেয়ে ২৭ মার্চ তাকে শারীরিকভাবে নির্যাতন করে ফয়েজ। পরে ৯৯৯ এ ফোন করলে ফতুল্লা মডেল থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে ও চিকিৎসা করায়।