সকাল নারায়ণগঞ্জঃ
করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় জরুরি মানবিক সহয়তা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত খাদ্য সামগ্রী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কতৃক গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) বেলা ১২টায় নগর ভবননে কর্মক্ষম ৯২০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্যসামগ্রী বিতরণ করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। প্রতিটি পরিবারকে ১০ কেজি চালের প্যাকেটের সাথে ডাল, আলু ও লবণ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাকিল আহমেদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস প্রমুখ।
আবুল আমিন জানান, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ৯ দশমিক ২২০ মেট্রিক টন চাল ও ১ লাখ ১০ হাজার ৭০০ টাকা বরাদ্দ পেয়েছে সিটি করপোরেশন। তারই অংশ হিসেবে এই ত্রাণ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।