সকাল নারায়ণগঞ্জঃ স্টাফ রিপোর্টার: (রুবেল হাওলাদার )
প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাসের ভয়ে জনমানবশূন্য এখন বন্দরের বাজারগুলো। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হচ্ছেন না কেউ। বিক্রি না হওয়ায় বিক্রেতারাও হতাশায় ভুগছেন।
শুক্রবার(২৭ মার্চ) সরজমিনে পরিদর্শন করে বন্দরের বাজারগুলোর এই দৃশ্য দেখা যায়।
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসমাগম ঠেকাতে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের টহলে ভীত হয়েই মূলত মানুষ বের হচ্ছে না বলে ধারণা করছেন সবজি বিক্রেতারা।
আ. মতিন নামে এক সবজি বিক্রেতা জানান, দিন আনি দিন খাই। তেমন কোনো আয় রোজগার নাই। তিন-চার দিনের মতন একটু আট্টু বেচাকেনা হয়, আজকে এখন পর্যন্ত সাইধ করতেই পারি নাই। এমন যদি চলতে থাকে তাইলে মনে হয় না খাইয়া থাকতে হইবো।
আরেক বিক্রেতা মোঃ মজিদ জানান, ভাইরাসের ডর থাকলে পেটে কি দিমু ভাই। তয় ভাই বেচাকেনার যে অবস্থা দেখতাছি না খাইয়া দিন কাটাইতে হইবো।