সকাল নারায়ণগঞ্জঃ
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে প্রশাসনকে সহায়তা করতে নগরীতে টহল দিয়েছে সেনাবাহিনী।
মঙ্গলবার(২৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ টহল শুরু হয়। পরে সেনা সদস্যরা নগরীর প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুণরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
জানা যায়, করোনা পরিস্থিতি মোকাবেলায় সেনা সদস্যরা স্থানীয় প্রশাসনকে কাজ করবেন। নারায়ণগঞ্জে সেনা সদস্যরা করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের তালিকা প্রস্তুত এবং বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পদক্ষেপে সহায়তা ও সমন্বয় করবেন। এছাড়া বিভাগ এবং জেলা পর্যায়ে প্রয়োজনে মেডিকেল সহায়তা দেবে সেনাবাহিনী। সেনাবাহিনী সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, সন্দেহজনক ব্যক্তিদের কোয়ারেন্টিন ব্যবস্থা পর্যালোচনায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দেবে। জেলা ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে তারা জেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা, সন্দেহজনক ব্যক্তিদের কোয়ারেন্টাইন ব্যবস্থা পর্যালোচনা করবে।
এর আগে সোমবার (২৩ মার্চ) করোনা ভাইরাস নিয়ে সচিবালয়ে জরুরি ব্রিফিংয়ে করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে সারাদেশে সেনা সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটকে সহায়তা করার জন্য নিয়োজিত থাকার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।