সকাল নারায়ণগঞ্জঃ
করোনার প্রভাবে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেওয়ায় নগরীতে মনিটরিংয়ের অংশ হিসেবে টহল দিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২১ মার্চ) বিকালে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আলমগীরের নেতৃত্বে দ্বিগুবাবুর বাজারে টহল দেয় তারা। এ সময় বিভিন্ন আড়তদার ও দোকানদারকে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির জন্য প্রাথমিকভাবে সতর্ক করেন তারা। কিন্তু এ সময় কাউকে জরিমানা করা হয়নি। প্রাথমিকভাবেই শুধু তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ এর ওসি আলমগীর জানান, কিছু দোকানে দাম ঠিক ছিল, কিছু দোকানে মূল্য বেশি ছিলো সে সব দোকানে আমরা গিয়ে তাদের সতর্ক করেছি যাতে তারা অতিরিক্ত মূল্যে দ্রব্যাদি বিক্রি না করে।
যেমন, আলু তারা বিক্রি করছিলো ১০০ টাকায়। আমরা তাদের বলেছি ৮০ টাকায় বিক্রি করতে। সেভাবে এখন তারা বিক্রি করছে। আমরা সবাইকে সতর্ক করে দিয়েছি যাতে করে ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে সমন্বয় করে দেওয়া। করোনার আতঙ্কে সাধারণ জনগণ যাতে বাজারে অতিরিক্ত মূল্যে পণ্য ক্রয় করে ক্ষতি না হয় সেই জন্যই আমরা উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণকে বলবো করোনায় আতঙ্কিত না হওয়ার জন্য আর ব্যবসায়ীদের বলবো বেশি মূল্যে যাতে তারা দ্রব্যাদি বিক্রি না করে। যারা অতিরিক্ত মূল্যে পণ বিক্রয় করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।