সকাল নারায়ণগঞ্জঃ
মুজিব বর্ষকে কেন্দ্র করে ৫হাজার ২৭৫ বার পবিত্র কোরআন খতম করিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান।
২০ মার্চ (শুক্রবার) নারায়ণগঞ্জ মাসদাইর কবরস্থান জামে মসজিদে জুম্মা’র নামাজ আদায় করে বিষয়টি প্রকাশ করেন শামীম ওসমান ।
শামীম ওসমান বলেন, কোন কিছুর বিনিময় ছাড়াই স্বেচ্ছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে হাফেজ সাহেব ও এতিমরা ৫২৭৫ বার কোরআনে খতম দিয়েছেন। এই খতমে কোরআন আল্লাহর নবীর নামে বখশে দেয়া হয়েছে এবং বঙ্গবন্ধু ও তার পরিবার এবং সকল শহীদদের নামেও বখশে দেয়া হয়েছে। বিশেষ করে বঙ্গবন্ধুর ২ কন্যার জন্য দোয়া করা হয়েছে। পাশাপাশি পৃথিবীব্যাপী যে মহামারীর আক্রমনে মানব সম্প্রদায় আজকে কঠিন মুহূর্তে উপনিত হয়েছে সেখানে একমাত্র সৃষ্টিকর্তাকে স্মরণ ও তার কাছে ক্ষমা ভিক্ষা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। তাই পবিত্র কোরআনখানির মাধ্যমে এই পন্থাকেই আমি সর্বোত্তম বলে মনে করেছি।
তিনি আরো বলেন, মুজিব বর্ষকে কেন্দ্র করে ৫হাজার ২৭৫টি পবিত্র কোরআন খতম দিয়েছেন আসবে না কিন্তু আমরা মনে করি সেই বঙ্গবন্ধুর ভূমিকায় ইতোমধ্যেই উত্তীর্ন হয়েছেন মানবতার মা শেখ হাসিনা। কারণ সামনে থেকে বারবার জীবনের ঝুঁকি নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। আর আরেকজন নিয়েছেন বঙ্গমাতার ভূমিকা। যিনি পেছন থেকে তার বড় বোনের পাশে দাঁড়িয়েছেন। আমার দেখা মতে শেখ রেহানা এখনও শোকে পাথর হয়ে আছেন। এই ২ বোন সকল কিছুর ঊর্ধ্বে উঠে মৃত্যুর ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার আপ্রাণ চেষ্টা করছেন। আল্লাহ যেন তাদের কবুল করেন, হেফাজত করেন সেজন্য দোয়া করা হয়েছে।
পাশাপাশি সারা দুনিয়ায় যে করোনা ভাইরাসের থাবায় মানুষ আজ দিশেহারা সেই মহাবিপদ থেকে পরিত্রান পেতেও আমরা দোয়া করেছি। সকল ধর্মের মানুষকে যেন আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ যেন হেফাজত করেন। আমাদের উচিত যার যার সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়া। আতঙ্কিত না হয়ে আতঙ্ক না ছড়িয়ে যেন আমরা সকলে সকলের পাশে দাড়াঁই। আমরা এই বিপুল পরিমাণ পবিত্র কোরআন খতমের ফজিলত যেন আল্লাহ আমাদের দান করেন, সদকায়ে জারিয়া হয়ে যেন আল্লাহ সমস্ত পৃথিবীর মানুষকে এই মহামারী থেকে রক্ষা করেন, হেফাজত করেন।