1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানার প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত। - সকাল নারায়ণগঞ্জ
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ন্দর উপজেলা বিএনপির বিজয় মিছিলকে সফল করতে প্রস্তুতি সভা  বন্দরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ  বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানার প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত। আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে-মাওলানা ফেরদাউসুর রহমান বিজয় মিছিলকে সফল করতে মহানগর বিএনপির ব্যাপক প্রস্তুতি  সাম্প্রদায়িক কোন উস্কানিতে আপনারা পা দিবেন না: টিপু নারায়ণগঞ্জ বন্দর থানার সংসদীয় আসন বন্টন বাতিল করা প্রসঙ্গে জমিয়তের কেন্দ্রীয় কমিটিকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন মাওলানা ফেরদাউসুর রহমান   বাংলাদেশের সবচেয়ে বড় গডফাদার ছিল খুনি শেখ হাসিনা: টিপু আমার জন্মদাতা পিতা ও হয় আওয়ামী লীগের তার সাথেও কোন আপোস চলবে না: টিপু 

বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানার প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত।

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৫৬ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর এর আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে গত শুক্রবার (০১ অগাস্ট) প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় মারকাযুন নূর মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে থানার আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন।

সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মাওলানা হাসমত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ সভায় বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা হোসাইন আহমদ, নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক আল-আমিন রাকিব, ঢাকা মহানগর দক্ষিণের সহ- সাধারণ সম্পাদক মাওলানা রিজওয়ান হোসেন, নারায়ণগঞ্জ মহানগরের সাংগঠনিক সম্পাদক মুফতি সাকিব সাইফী, মহানগরের প্রচার সম্পাদক ও থানার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান শফি ও মহানগরের বায়তুলমাল সম্পাদক হাফেজ মামুনুর রশীদ সহ প্রমূখ।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান বলেন, খেলাফতভিত্তিক শাসনব্যবস্থা মানবতার মুক্তির একমাত্র পথ। এই আদর্শকে প্রতিষ্ঠা করতে হলে চিন্তাশীল, দায়িত্ববান এবং মাঠপর্যায়ে প্রশিক্ষিত কর্মীবাহিনী গড়ে তোলা জরুরি। সমাজের সকল স্তরে খেলাফতের চিন্তা তুলে ধরতে পারলেই আমরা আদর্শিকভাবে এগিয়ে যেতে পারব।

মহানগরীর সাধারণ সম্পাদক আল আমিন রাকিব বলেন সংগঠনের টেকসই অগ্রগতির জন্য শৃঙ্খলা ও নিয়মতান্ত্রিক কাঠামো অপরিহার্য। প্রশিক্ষণ কর্মসূচি দায়িত্বশীলদের আদর্শিক ও সাংগঠনিক প্রস্তুতি নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম। ধারাবাহিকভাবে এমন প্রশিক্ষণের আয়োজন হলে মাঠপর্যায়ে আরও সুসংহত নেতৃত্ব গড়ে উঠবে, যা সংগঠনকে কাঠামোগতভাবে মজবুত করবে।

মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুফতি সাকিব সাইফী বলেন, সঙ্ঘবদ্ধতা ছাড়া কোনো আদর্শিক আন্দোলন টিকে থাকতে পারে না। আমাদের প্রত্যেক দায়িত্বশীলের মধ্যে সীসাঢালা প্রাচীরের ন্যায় সঙ্ঘবদ্ধতা গড়ে তুলতে হবে। বিচ্ছিন্নভাবে কাজ করে কখনোই লক্ষ্য অর্জন সম্ভব নয়। 

প্রশিক্ষণ শেষে মূল্যায়নের ভিত্তিতে  ৫ জন সদস্যকে কর্মী হিসেবে মানোন্নয়ন করা হয়।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL