সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান উপলক্ষ্যে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান উপলক্ষ্যে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বেলুন উড়িয়ে প্রতীকী ম্যারাথন উদ্বোধন করেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
নারায়ণগঞ্জের হাজীগঞ্জে নির্মিত জুলাই অভ্যুত্থান শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে প্রতীকী ম্যারাথন শেষ হয়। জুলাই শহীদ পরিবারের সদস্যদের ও ম্যারাথনে বিজয়ীদের মেডেল পরিয়ে দেয়া হয়।
এ সময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলমগীর হোসাইন, নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাসিনা মমতাজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন, জুলাই শহীদ আদিলের বাবা আবুল কালাম, নারায়ণগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব জাবেদ আলম। অনুষ্ঠান পরিচালনা করেন, নারায়ণগঞ্জ কলেজের শিক্ষক আরিফ মিহির।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জুলাই পুণর্জাগরণের অংশ হিসেবে প্রতীকী ম্যারাথনের
গুরুত্ব, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং জুলাই স্পিরিট কে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই সুযোগকে কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশের পথে দৃপ্ত পদভারে একযোগে সবাই এগিয়ে যাবো।