1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
না.গঞ্জে জুলাই শহীদের স্মরণে দেশের প্রথম স্মৃতিস্তম্ভ  উদ্বোধন  - সকাল নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
না.গঞ্জে জুলাই শহীদের স্মরণে দেশের প্রথম স্মৃতিস্তম্ভ  উদ্বোধন  ফতুল্লা থানা জমিয়তের পরামর্শ সভা অনুষ্ঠিত কিশোর গ্যাং আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: আবদুল জব্বার  ‎নারায়ণগঞ্জ বারের প্রয়াত এডভোকেট জয়ন্ত কুমার ঘোষকে উৎসর্গীকৃত কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন লাইব্রেরিতে বই বিতরণ অনুষ্ঠান বাংলাদেশ খেলাফত মজলিস ফতুল্লা থানা উত্তর কমিটি গঠন বৃক্ষরোপন কর্মসূচিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণের দাবি পাবলিক প্লেসে ধূমপানের স্থান নয়, গাছ থাকা জরুরি ‎মডেল মাসুদের পক্ষে ‎দেওভোগে ক্ষতিগ্রস্থ স্কুল পরিদর্শন করলেন মনির জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাসদের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ এই জোড়া খুনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবী জানাচ্ছি,টিপু…

না.গঞ্জে জুলাই শহীদের স্মরণে দেশের প্রথম স্মৃতিস্তম্ভ  উদ্বোধন 

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৩৩ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

১৪ জুলাই, সোমবার নারায়ণগঞ্জ জেলার জন্য এক ঐতিহাসিক দিন।  আজ বিকাল ৩ টায়  নারায়ণগঞ্জের হাজীগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সার্বিক তত্ত্বাবধানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করা হয়।  

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩৬ জুলাই ২০২৪ এ ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছে। এই  বিজয়ের বর্ষপূর্তিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সারাদেশে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করছে।তারই পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ গড়ে তোলা হয়। 

নারায়ণগঞ্জ জেলায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  আইন, বিচার ও সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় জনাব ড. মো: মোখলেস উর রহমান, সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জনাব মোঃ নজরুল ইসলাম, বিভাগীয় কমিশনার, ঢাকা জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার অক্লান্ত পরিশ্রমে দ্রুততম সময়ের মধ্যে জায়গা নির্ধারণ করে তার সার্বিক তত্ত্বাবধানে এই জুলাই স্মৃতিস্তম্ভ নির্মান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই জুলাই স্মৃতিস্তম্ভে শহীদের স্মরণে শহীদ পরিবারের ও আহতদের পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর পর উপদেষ্টামন্ডলী ও অন্যান্য অতিথিরা জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা  নিবেদন শেষে অতিথিরা তাদের বক্তব্যে জুলাইয়ের স্মৃতিকে ধরে রাখতে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাই কে সোচ্চার থাকার আহবান জানান। অনুষ্ঠানের শেষে জুলাই শহীদ ও আহত সহ সবার জন্য মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়। 

এ সময় আরো উপস্থিত ছিলেন  নারায়ণগঞ্জ জেলার প্রশাসনের কর্মকর্তারা, আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র জনতা রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক ব্যক্তিসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যক্তিবর্গ।

উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে ৫৬ জন শহিদ হয়েছেন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা স্বৈরাচারমুক্ত বৈষম্যবিরোধী দেশ পেয়েছি। তাদের পরিবার অনেক ত্যাগ স্বীকার করেছে। তাই তাদের সম্মানেই নারায়ণগঞ্জ থেকে শহিদ স্মৃতিস্তম্ভ স্থাপন করা শুরু হলো। 

উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, নারায়ণগঞ্জে যারা শহিদ হয়েছিল, তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। এ আন্দোলনে শহিদদের যে নির্মমভাবে হত্যা করা হয়েছে- তাদের বিচার করা হবে। 

 শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, শহীদের স্মরণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয়েছে। আমরা আজ নারায়ণগঞ্জের শহীদদের প্রাণভরে স্মরণ করছি। তাদের তাজা রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL