সকাল নারায়ণগঞ্জঃ
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ফতুল্লা থানা আহ্বায়ক কমিটির এক জরুরি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ১৪ জুলাই চাষাড়াস্থ জেলা কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন থানা আহ্বায়ক মাওলানা মোফাজ্জল ইবনে মাহফুজ, এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মুফতি মাহমুদুল হাসান কাসেমী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান। তিনি দেশ ও জাতির কল্যাণে জমিয়তের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এই সময় আমাদের দ্বীনি দায়িত্ব ও জাতীয় কর্তব্য একত্রে পালন করতে হবে। সংগঠনের শক্তি ও আদর্শ ফতুল্লার প্রতিটি জনপদে ছড়িয়ে দিতে হবে।”
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেতা মুফতি মনির হুসাইন কাসেমী সাহেবকে বিজয়ী করতে ফতুল্লা থানা কমিটির নেতাকর্মীদের সর্বাত্মকভাবে মাঠে নামার নির্দেশ দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন হাফেজ মোহাম্মদ হানজালা, মাওলানা মশিউর রহমান, মাওলানা মাসুম হাওলাদার, মাওলানা ফয়সাল মাহফুজ, মাওলানা সোলাইমান, মাওলানা আব্দুল্লাহ আল নোমান ও হাফেজ মুহাম্মদ আলিফ প্রমুখ।
পরামর্শ সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে, আগামী ২৫ জুলাই (সম্ভাব্য) জমিয়তে উলামায়ে ইসলাম ফতুল্লা থানা কমিটির প্রতিনিধি সম্মেলন আয়োজন। অতি শিগগিরই ফতুল্লা থানার ৫টি ইউনিয়ন ও সকল ওয়ার্ড কমিটি পুনর্গঠন। আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করে গড়ে তোলা।
সভা শেষে আহ্বায়ক মাওলানা মোফাজ্জল ইবনে মাহফুজ তার সমাপনী বক্তব্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করেন।