সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী বলেছেন, “স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে যে ভুল করেছে জামায়াত, তার গ্লানি ৫৫ বছর পরেও তারা গুছিয়ে নিতে পারেনি।’’
শুক্রবার ১১ জুলাই, বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত রণকুড়ি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি সম্মেলন প্রধান অতিথি হিসেবে সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী এ কথা বলেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানকে উদ্দেশ্য করে মনির কাসেমী আরও বলেন, “আপনি আওয়ামী লীগকে খুশি করতে গিয়ে হত্যা ও গুমের ইতিহাসকে ক্ষমা করে দিয়েছেন। আপনি কে মাফ করার? ভারতের সঙ্গে রাজনৈতিক লিয়াজো গড়ে তুলে আপনি ইসলামী ঐক্য থেকেও বিচ্যুত হয়েছেন।”
সম্মেলনের প্রধান আলোচক ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, “টেন্ডারবাজ বা চাঁদাবাজদের আমরা ভয় পাই না। সমস্ত বাধা অতিক্রম করে ইনশাআল্লাহ মনির কাসেমীকে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি নির্বাচিত করব।”
এ সময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা মুনাওয়ার হুসাইন, মুফতি তৈয়ব আল হাসানী, মুফতি তাজুল ইসলাম আব্বাস, মুফতি সাজ্জাদ হোসাইন প্রমুখ।