1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
বন্দর উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে নিয়ে অবমাননাকর আচরণের তীব্র নিন্দা - সকাল নারায়ণগঞ্জ
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৫ এর সমাপনী অনুষ্ঠান ডিসি ও এসপির সাথে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিনিধিদলের সাক্ষাৎ ড. ইউনূসের এই সফর পতনের ঘন্টা বাজাবে : মোমিন মেহেদী নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ব্যতীত স্থিতিশীল কল্যাণ রাস্ট্র বিনির্মান অসম্ভব- আনন্দধামে বিচারপতি ডা: তারেক  দুর্গাপূজায় সকলের নিরাপত্তা প্রদানের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান  শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১৮ নং ওয়াডে বিএনপির পক্ষ থেকে পূজার উপহার: যুবকরাই পারে আগামীর বাংলাদেশকে গড়তে: মাওলানা ফেরদাউসুর রহমান বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস ২০২৫ পিআরের পক্ষের রাজনীতিকরা জনশত্রু : মোমিন মেহেদী হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা

বন্দর উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে নিয়ে অবমাননাকর আচরণের তীব্র নিন্দা

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৭৩ Time View

সকাল নারায়ণগঞ্জ :

আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের সঙ্গে প্রকাশ্যে যে অবমাননাকর, অমানবিক ও অপমানজনক আচরণ করা হয়েছে, তা শিষ্টাচার, রাজনৈতিক সহনশীলতা, মানবাধিকার, সর্বোপরি ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়ার আদর্শের পরিপন্থী। নৈতিক অবস্থান থেকে এই ধরণের সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান ও প্রতিবাদ অব্যহত থাকবে।

ঘটনাটি শুধু একটি ব্যক্তিকে নিগৃহীত করা নয়, বরং এটি আমাদের রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয় এবং দমনমূলক চর্চা, যা থেকে মুক্ত হতে দীর্ঘ আন্দোলন করে আসছি, তার নগ্ন বহিঃপ্রকাশ।

একজন প্রবীণ রাজনৈতিক নেতাকে ঘিরে পরিকল্পিতভাবে লাঞ্ছনার পরিবেশ তৈরি করা, তাঁর পোশাক খুলে দেওয়ার মতো গর্হিত কাজ সংঘটিত হওয়া এবং তা গণমাধ্যমে প্রচার কেবল আইন-শৃঙ্খলা রক্ষাকারী ব্যবস্থার দুর্বলতা নয়, বরং মানবাধিকারের চরম লঙ্ঘন।

রাজনীতিতে ভিন্নমতের প্রতি আপত্তি থাকবেই, সেই ভিন্নমত আইনবিরুদ্ধ হলে আইনগত ব্যবস্থা না নিয়ে, উসকানি ও বিদ্বেষ ছড়িয়ে যে কোনো নাগরিকের মর্যাদাহানিকর পরিস্থিতিতে ফেলা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কোনভাবেই গ্রহণযোগ্য নয়, হতে পারে না।

আমরা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং ভুক্তভোগীর কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ ও ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিক চর্চা, মত প্রকাশের স্বাধীনতা এবং মানবিক মূল্যবোধ রক্ষায় সব মহলের পক্ষ থেকে সোচ্চার ভূমিকা প্রত্যাশা করছি।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL