1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
হামলা,মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না - সকাল নারায়ণগঞ্জ
বুধবার, ২১ মে ২০২৫, ০১:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
শিক্ষার সার্বিক মানোন্নয়ন ও শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ, পাঠমুখী করতে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টিতে করণীয় বিষয়ক কর্মশালা সেমাই প্রস্তুতকারী কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সংযোগ সড়কে বিশাল গর্ত: যানচলাচলে ঝুঁকি হামলা,মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না করিডর বা বন্দর লিজ নয় সংস্কার নিয়ে ভাবুন : মোমিন মেহেদী নিরাপদ সড়ক ও যানজট নিরসনে মোবাইল কোর্ট অভিযান বন্দরে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ভূমি জরিপ কার্যক্রমে ডিজিটাল অগ্রযাত্রা, না:গঞ্জে EDLMS প্রকল্পভিত্তিক সচেতনতামূলক সেমিনার  রুপগঞ্জ থেকে ৫২ কেজি গাঁজা ও ৫২০ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ 

হামলা,মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৩১ Time View

সকাল নারায়ণগঞ্জ :

সারাদেশে সাংবাদিক হত্যা, ও হামলা, মামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লা সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২০ মে দুপুরে ফতুল্লা প্রেসক্লাবের সামনে এই মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশ সাংবাদিকরা বলেন, বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে আজ পর্যন্ত বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে দেশের সাংবাদিকরা। এর ফলে মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের করা হচ্ছে হয়রানি। সমাজের অনিয়মের চিত্র তুলে ধরতে গিয়ে যদি কোন ব্যক্তি বিশেষের বিরুদ্ধে যায় তখনই মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হয়।মামলা দিয়ে ও গ্রেফতার করে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা ও হামলার অভিযোগে পুলিশের এক মামলায় (১২ মে) রাতে নগরীর শহীদনগর এলাকার বাসা থেকে গ্রেপ্তার হন নিউজ পোর্টাল ‘প্রেস নারায়ণগঞ্জ’র প্রতিবেদক জান্নাতুল ফেরদৌস জিসান। তাকে জামিন দেওয়া হচ্ছেনা। এইসব হয়রানিমূলক মামলা সাংবাদিকদের নামে আগেও দেওয়া হয়েছে। কিন্তু তাতে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যায়নি কখনো তা করতে পারবেনা।

আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক মহলের ইন্ধনে পুলিশ প্রশাসন সাংবাদিকদের হয়রানির চেষ্টা করছে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই, আপনারা এসকল অপচেষ্টা বন্ধ করুন। তানাহলে আমারা সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দলনের ডাক দেবো।

এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রবিন সাংবাদিক নূরুল ইসলাম নূরু, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম মুন্সী, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ সোহেল, যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক মনির হোসেন,ফতুল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন প্রধান, সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা শাহাদাত হোসেন, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি সৌরভ হোসেন সিয়াম,সাংবাদিক মাসুদ আলী, শাকিল আহমেদ ডিয়েল, পম আজিজ, সেলিম হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোস্তাক আহম্মেদ সুমন, বকুল, মোঃ জুয়েল, ফাহমিদা আক্তার এ্যমি, সোহেল রানা, জসিমউদদীন, জাহাঙ্গীর হোসেন, রাকিব চৌধুরী শিশির, সুমি আক্তার, মিতু,লিজা আক্তার,আনোয়ার হোসেন সজিব, জুয়েল চৌধুরী, আরিফ হোসেন, আশিক প্রমুখ।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL