সকাল নারায়ণগঞ্জ :
মামলা এন্ট্রি করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোরভাবে আল্টিমেটাম দেওয়া হল “আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই” লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে “আমার ভাই কবরে আসামীরা বাহিরে” এই শ্লোগানকে সামনে রেখে
নিরীহ ইমাম রইসউদ্দিন হত্যার প্রতিবাদে ২ মে শুক্রবার বিকেল ৫টায় বন্দর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ও হিলফুল ফুযুল শান্তি সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব,দেওভোগ সাকিম আলী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ তামিম বিল্লাহ।
হিলফুল ফুযুল শান্তি সংঘের সভাপতি মাহতাব হোসেনের সভাপতিত্বে ও সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোমেন ইসলাম, ক্বারী মাওলানা মো. রবিউল ইসলাম,মাওলানা মো. আল আমিন,মাওলানা ইমন হোসেন বাহারী ও মাওলানা রাসেল হোসাইন কাদেরী। এ সময় উপস্থিত ছিলেন হিলফুল ফুযুল শান্তি সংঘের সাধারণ সম্পাদক নাজির হোসেন,শিশির আহমেদ শাওন,হাফেজ আল আমিন,ওমর ফারুক,আল আমিন,সাদ্দাম হোসেন,কবির হোসেন প্রমুখ।