1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ - সকাল নারায়ণগঞ্জ
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন

গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৪১ Time View

সকাল নারায়ণগঞ্জ :

গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল ও ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালের সেবার মানোন্নয়ন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত

আজ ২৯ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সভায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল ও ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালের সেবার মানোন্নয়ন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীবৃন্দ।

সভায় হাসপাতাল ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা, রোগীদের অভিজ্ঞতা এবং সেবার মানোন্নয়নের সম্ভাব্য করণীয় নিয়ে উন্মুক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মহোদয় উপস্থিত সকল স্টেকহোল্ডার ও ভুক্তভোগীদের মতামত মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সমস্যাগুলোর দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সেবাদানকারী ও সেবাগ্রহীতা উভয়কে আরও মানবিক হওয়ার আহ্বান জানান এবং ঘোষণা দেন যে, আগামী ৭ (সাত) দিনের মধ্যেই ভিক্টোরিয়া হাসপাতালে নবজাতকদের জন্য আইসিইউ চালু করা হবে। তিনি এই দুইটি হাসপাতালকে আধুনিক ও পরিচ্ছন্নভাবে নতুন করে সাজিয়ে তুলতে সকলকে নিয়ে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL