সকাল নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ শহরের বিনোদন হোক কিংবা সমাগমের কেন্দ্রবিন্দু বলতে বোঝায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার। শহর ও শহরতলীর যেকোন প্রান্তর থেকে এখানে লোকজন এসে জড়ো হয়। বিশেষ করে শহরের ভেতরে উন্মুক্ত স্থান তেমন একটি না থাকায় এই শহীদ মিনারে সকাল থেকে লোকসমাগম দেখা যায়। বিগত দিনে সাধারণত সংস্কৃতি কর্মীদের আড্ডাস্থল ছিল এই শহীদ মিনার। তবে সাম্প্রতিক সময়ে সংস্কৃতিকর্মীদের স্থান দখল করে নিয়েছে বখাটে কিশোর গ্যাং,ছিনতাইকারী চক্র এবং ভাসমান পতিতারা।
এদিকে শহীদ মিনারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিনতাইকারী চক্র। চাষাঢ়া শহীদ মিনার ও সংলগ্ন এলাকায় বিশেষ করে সন্ধ্যার পর থেকেই আনাগোনা থাকে ছিনতাইকারী চক্রের। প্রায়শই সাধারণ নিরীহ মানুষকে টার্গেট করে মোবাইল ও টাকাসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয় ছিনতাইকারী চক্র।
ছিনতাইকারী চক্রের মধ্যে রয়েছে কম বয়সী মেয়ে। যারা মহিলাদের ব্যাগ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। সামনে পবিত্র ঈদ উল আযহা কে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে এই ছিনতাইকারী চক্র।
সাধারণ মানুষের দাবী, গোয়েন্দা নজরদারী বাড়িয়ে এসব ছিনতাইকারীদের আইনের আওতায় আনা প্রয়োজন। নাহলে এদের ছোবলে পরে অনেকেই নি:শ্ব হয়ে যাচ্ছে।