সকাল নারায়ণগঞ্জ :
সমন্বয়ক পরিচয়ধারী নাফিসসহ ৬জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শেফালী আক্তার।
তিনি জানান, গত শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে চাষাড়া শহীদ মিনারের সিড়িতে বসে আমার ছেলে সাজিদ মাহমুদ সিফাত ও তার বান্ধবী ইকরা বসে গল্প করছিল। বিবাদীরা শহীদ মিনারের পাশেই আড্ডা দিচ্ছিলো। শহীদ আসার কারণ জিজ্ঞাসা করে তারা বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকে। এখানে অশ্লীল আচরণ করছো কেন? আমার ছেলের সাথে থাকা বান্ধবী বলে আপনারা মিথ্যা কথা বলছেন কেন? এক পর্যায়ে উত্তেজিত হয়ে তারা আমার ছেলেকে এলোপাথাড়ি মারধর করে এবং আমার ছেলে সাথে থাকা Iphone 14 pro max তারা নিয়ে নেয়। আমার ছেলের বান্ধবী চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসতে দেখে তারা ওই স্তগান ত্যাগ করে। পরবর্তীতে আমি ওই স্থানে যাই এবং সব শুনে থানায় এসে এজাহার দায়ের করেছি।
এজাহারে উল্লেখিত বিবাদীরা হলেন- ফতুল্লা থানাধীন জামতলা ধোপাপট্টি এলাকার শহিদ মাহমুদের ছেলে নাফিস মাহমুদ (২০), একই থানাধীন জামতলা শাহীন ডাক্তারের গলির মাহবুবের ছেলে সাদ (১৯), একই থানাধীন আলামিন (২১), একই থানাধীন অক্টোঅফিস শেরেবাংলা রোড এলাকার জেসি (২৫), নারায়ণগঞ্জ সদর থানাধীন খানপুর এলাকার মাহিন (২০) সহ অজ্ঞাত ৩-৪ জন।