সকাল নারায়ণগঞ্জ :
]নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সদয় নির্দেশনা মোতাবেক চাষাড়া মোড়ে যানজট নিরসনের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) মোবাইল কোর্ট পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নাহিদ নিয়াজ শিশির।
অভিযানকালে রাস্তার উপর অবৈধভাবে স্থাপিত ফলের দোকান, ভ্যানসহ অন্যান্য দোকানপাট অপসারণ করা হয়।
উক্ত মোবাইল কোর্টে মোট ৭টি পৃথক মামলায় মোট ৫,৫০০/- (পাঁচ হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।