সকাল নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের Physical Endurance Test (PET) এর ৩য় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল থেকে পুলিশ লাইন্স মাঠে পুরুষদের ১৬০০ মিটার দৌড়, নারীদের ১০০০ মিটার দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং পরীক্ষা সম্পন্ন হয়।
Physical Endurance Test (PET)- পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে শতভাগ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে শারীরিক ফিটনেস সম্পন্ন যোগ্য ব্যক্তিকে নিয়োগ প্রদানের লক্ষ্যে সার্বিক কার্যক্রম সরেজমিনে তদারকি করেন পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার। এ
পুলিশ সুপার টিআরসি নিয়োগে অংশগ্রহণের জন্য আগত প্রার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদানসহ নিয়োগ সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। আজকের কার্যক্রমের মাধ্যমে মাঠ পরীক্ষা শেষ হলো। অতঃপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরবর্তীতে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে টিআরসি নিয়োগের প্রাথমিক কার্যক্রম শেষ হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত অন্যান্য সদস্যসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।