সকাল নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় ১জন আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গত ৭ এপ্রিল ফতুল্লা মডেল থানাধীন গাবতলী প্রাইমারী স্কুলের পাশের পাঁচ তলা বাড়ির নিচ তলার রুমের ভিতরে ডেকে নিয়ে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ এর ঘটনা ঘটে। উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরবর্তীতে উক্ত ঘটনায় ভিকটিম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করে, যার মামলা নং-৩০। উক্ত ঘটনার সাথে জড়িত আসামীদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব-১১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
প্রাথমিক অনুসন্ধানে এবং এজাহার পর্যালোচনায় জানা যায় যে, ভিকটিমের বিয়ের পূর্বে অভিযুক্ত মাহিম এর সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক ছিল। ভিকটিমের অন্যত্র বিয়ের পর থেকে বিভিন্ন সময় রাস্তা ঘাটে অভিযুক্ত মাহিম ভিকটিমকে বিভিন্ন ভাবে উত্যাক্ত করত ও কু-প্রস্তাব দিত।
গত ৭ এপ্রিল এরই ধারাবাহিকাতায় নারায়ণগঞ্জের সদর উপজেলার গাবতলী এলাকার একটি ভাড়া বাসাতে ডেকে নিয়ে উক্ত ভিকটিমকে ধর্ষণের ঘটনা ঘটে। ঐ দিন ফতুল্লা মডেল থানাধীন গাবতলী প্রাইমারী স্কুলের পাশের পাঁচ তলা বাড়ির নিচ তলার রুমের ভিতরে ডেকে নিয়ে অভিযুক্ত মাহিম ভিকটিমকে এজাহারনামীয় অন্যান্য আসামীদের সহায়তায় ধর্ষণ করে। এ সময় ভিকটিম কান্নাকাটি করলে অভিযুক্তরা ভিকটিমকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে ঐ বাড়ি থেকে বের করে দেয়। এরপর ভিকটিম বিষয়টি তার স্বামী এবং পরিবারকে জানায় এবং ভিকটিম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত পৌনে ১০ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে উক্ত ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় ৪ নং আসামীকে বরিশাল জেলার কোতয়ালী থানাধীন নাজির মহল্লা এলাকা থেকে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এবং র্যাব-৮, হেডকোয়ার্টার কোম্পানী, বরিশাল এর যৌথ আভিযানিক দল আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন- মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন মধ্যপাড়া এলাকার মোঃ ফারুকের ছেলে জাকারিয়া প্রকাশ নয়ন (৩০)।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।