সকাল নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আলোচিত পরিবেশবান্ধব কর্মসূচি “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” এর অংশ হিসেবে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তারিকুল ইসলামের নেতৃত্বে জেলা পরিষদ থেকে সাইনবোর্ড পর্যন্ত রাস্তার দুই পাশ ও ফুটপাত থেকে সকল অবৈধ ব্যানার, সাইনবোর্ড ও স্থাপনা অপসারণ ও উচ্ছেদ করা হয় এবং রাস্তায় যানজট সৃষ্টিকারী সকল যানবাহন সড়িয়ে ফেলা হয়। সর্বশেষ সড়ক ও জনপদ বিভাগ সংলগ্ন বিজিবি ক্যাম্পের পাশে কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এই অভিযানে প্রায় ২ ট্রাক পরিমাণ ব্যানার ও সাইনবোর্ড অপসারণ করা হয়।
এই অভিযানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও বিআরটিএ সার্বিক সহযোগিতা প্রদান করে।