সকাল নারায়ণগঞ্জঃ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক এর জোন-৮ এর আওতাধীন নগরীর পালপাড়া এলাকায় আবাসিক মরহুম আমিনুল সেক্রেটারির ভবনে বাণিজ্যিক ব্যবহার ও নকশা বহির্ভূত অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে প্রায় ৩০টি দোকান অপসারণ ও দুইটি ভবন মালিককে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজউকের ভ্রম্যমাণ আদালত।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) নগরীর পালপাড়া ও আখড়া মোড় এলাকায় আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার বন্ধে ও নকশা বহির্ভূত অবৈধ স্থাপনা অপসারণে মোবাইল কোর্ট পরিচালনা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে এখন পর্যন্ত দুই ভবন মালিককে ৭ লাখ টাকা জরিমানা ও ৩০ টি দোকান অপসারণ করা হয়।
পালপাড়া এলাকায় মরহুম আমিনুল সেক্রেটারির ভবনে চারপাশে আবশ্যিক উন্মুক্ত স্থান (সেটব্যাকে) ও গাড়ি পার্কিং স্পেস না রেখর অবৈধ বাণিজ্যিক স্থাপনা ৩০টি দোকান নির্মাণ করায় নির্মাণাধীন এই ভবনের মালিককে ৭ লাখ টাকা জরিমানা এবং আখড়া মোড় এলাকায় অজিত সাহা’র নির্মাণাধীন একটি ভবনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং অনুমোদনহীন অংশ ভেঙ্গে দেয়া হয়। রাজউক জোন-৮ এর অথোরাইজড অফিসার শেখ তৌফিকুর রহমান, রাজউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াসমিন আক্তার এর যৌথ নেতৃত্বে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় জোন-৮ এর অথোরাইজড অফিসার শেখ তৌফিকুর রহমান জানান, তারা গাড়ি পার্কিং ব্যবস্থা না রাখায় এবং অনুমোদনের বাইরে গিয়ে বহুতল ভবন নির্মাণ করায় একটি ভবনকে ৭ লাখ ও অপর একটি ভবনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।