সকাল নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ফিলিস্তিনে শিশু হত্যা ও গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল ২০২৫) এই কর্মসূচির আয়োজন করে খেলাঘর নারায়ণগঞ্জ জেলা শাখা।
মানববন্ধনে বক্তারা ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, আমরা চাই পৃথিবীর সব শিশু মুক্ত পরিবেশে হাসার সুযোগ পাক। তারা ন্যায্য অধিকার নিয়ে বসবাস করুক।
মানববন্ধনে খেলাঘরের নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা ফিলিস্তিনের জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বিশ্বনেতাদের এই সংকট নিরসনে এগিয়ে আসার আহ্বান জানান।