সকাল নারায়ণগঞ্জ :
১২ এপ্রিল শনিবার বাদ জোহর ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে মার্চ ফর গাজায় জোহরের পর বায়তুল মোকাররম থেকে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি সুলতান মাহমুদ, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান সহ নেতৃবৃন্দ।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, আজ তৌহিদী জনতা দেখিয়ে দিয়েছে যে, আমরা বিশ্বের মুসলিম এক আছি। ফিলিস্তিনের পক্ষে আছি। দখলদার ইজরাইলের বিরুদ্ধে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করছি। ইসলামের পক্ষে ইহুদিদের বিরুদ্ধে যেকোন সময় লড়াইয়ের জন্য প্রস্তুত।
তিনি আরও বলেন, ইজরাইলী পণ্য বয়কট করতে হবে। এটা সবথেকে বড় যুদ্ধ আমাদের জন্য। আমরা বর্জন করতে পারলে অনেকাংশে ওরা অর্থনৈতিকভাবে দুর্বল হবে।