সকাল নারায়ণগঞ্জ :
সেবা কাঠামোর ইতিবাচক সংস্কারের মাধ্যমে ও নাগরিক সেবা ডিজিটাইজেশনপূর্বক বিদ্যমান সেবা প্রদান ব্যবস্থা জনবান্ধন ও হয়রানিমুক্ত করার ভিত্তিতে MyGov platform উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন এই প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাশফাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “আমরা নিজেদের আপগ্রেডেশন করতে চাই, সেটা করতে না পারলে আমরা পিছিয়ে পড়ব। আমরা বলতে সকল নাগরিক—সকলকে এই বিষয়ে সচেতন থাকতে হবে।”
তিনি আরো বলেন, “MyGov-এর মাধ্যমে উভয় পক্ষই (প্রশাসন ও নাগরিক) সেবা প্রক্রিয়া ট্র্যাক করতে পারবে। ফলে সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।”
এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে জেলা প্রশাসনের ৩০টি সেবা এখন থেকে অনলাইনে সরাসরি পাওয়া যাবে। নাগরিকগণ www.mygov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ঘরে বসেই এক জায়গায় বিভিন্ন সরকারি সেবার জন্য আবেদন করতে পারবেন। এতে করে নাগরিক সেবা হবে আরও সহজ, হয়রানিমুক্ত ও জনবান্ধব। এ উদ্যোগটি সেবা কাঠামোতে ইতিবাচক সংস্কার ও ডিজিটাল রূপান্তরের এক উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
এসময় আরও উপস্থিত ছিলেন, ড. মো: মনিরুজ্জামান, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ, বিভিন্ন অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসহ নানা শ্রেণিপেশার নাগরিক সমাজের প্রতিনিধিগণ।