1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যেনগর ভাবনা’র নাসিক প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান - সকাল নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ঈদে ঘরমুখী মানুষ যেন হয়রানির শিকার না হয় – মুফতি মাসুম বিল্লাহ আড়াইহাজারে “স্বপ্নের দোকান” ও শহর বাইপাস সড়কের শুভ উদ্বোধন করলেন ডিসি  আড়াইহাজারে আর্থিক সহায়তা প্রদান ও ঈদ সামগ্রী বিতরণ করলেন ডিসি  ঈদ উপলক্ষে ৫০০ সুবিধাবঞ্চিত শিশুকে নতুন জামা উপহার দিলেন খোরশেদ  না:গঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ইসরাত জাহানের যোগদান না:গঞ্জ জেলা পুলিশের আউটসোর্সিং স্টাফদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন এসপি ১১০ জন অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করলেন জেলা প্রশাসক  অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সে ঈদ সামগ্রী উপহার বিতরণ করেন শিউলী না:গঞ্জ বাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কবির হোসেন না:গঞ্জ বাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নূর আলম

বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যেনগর ভাবনা’র নাসিক প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৩৩ Time View

সকাল নারায়ণগঞ্জ:

নগরে নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে আজ ২০ মার্চ ২০২৫ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর ১৮দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।


স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নগর ভাবনা’র আহŸায়ক সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ^াস, এড. মাজেদুল হক রাজন, ওমর ফারুক, রাইসুল রুশদী, আবু কালাম, লিলু মিয়া, নিগার সুলতানা পলি, মাহবুব আলম জয়, মুন্নি সরদার, গোপাল ঘোষ, রফিকুল ইসলাম, জনি সাহা। স্মারক লিপি গ্রহন করেন নাসিক প্রশাসক এ এইচ এম কামরুজ্জামান। স্মারকলিপিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে একটি ঘনবসতিপূর্ণ এলাকা হিসেবে উল্লেখ করা হয়। বাণিজ্যিক নগরী হওয়ায় প্রতিদিন নগরীর কেন্দ্রস্থলে স্থায়ী জনসংখ্যার চেয়ে অনেক বেশি লোকসমাগম ঘটে। আমাদের মূল শহর একটিমাত্র সড়কের উপর নির্ভরশীল হওয়ায় যানজট এখন নিত্যসঙ্গী।

সুস্থ্য, সৌহার্দপূর্ণ, নাগরিক সম্পর্ক গড়ে তোলার জন্য খেলার মাঠ গণপরিসর ও জলাশয়ের রয়েছে ব্যাপক ঘাটতি। ড্যাপের হিসাব অনুযায়ী পুরো নগরীতে খেলার মাঠ দরকার ১২০.৩৮ একর, আছে ৩৩.৪ একর এবং পার্কের চাহিদা ৭৪.৩৬ একর, আছে ২.৫২ একর। এই রকম একটি পরিবেশে নগরীকে বাসযোগ্য ও নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে নি¤েœাক্ত দাবিসহ ১৮দফা দাবিনামা পেশ করা হয়।

১। নারায়ণগঞ্জ রেলস্টেশন থেকে চাষাড়া রেলস্টেশন পর্যন্ত উড়াল/পাতাল পথে যাতায়াত করার ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট সুপারিশসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।


২। যানজট নিরসনে ২নং রেল গেইট থেকে চাষাড়া পর্যন্ত রেললাইনের পাশ দিয়ে বিকল্প সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ।


৩। শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীর ঘেঁষে বিকল্প সড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহন।


৪। নাগরিক চলাচল নিরাপদ ও নির্বিঘœ করার জন্য বিভিন্ন ওয়ার্ডে দ্রæত এলইডি লাইট স্থাপন।


৫। নগরীতে নারী বান্ধব টয়লেট স্থাপন।


৬। অবকাঠামোগত উন্নয়ন কাজে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়া (ধূলাবালি নিয়ন্ত্রন, দ্রæত বর্জ্য অপসারণ) অনুসরনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।


৭। মাসদাইর মহাশ্মশানের পাশ^বর্তী জায়গা (ধর্মীয় প্রয়োজনে) অধিগ্রহণের জন্য দ্রæত পদক্ষেপ গ্রহণ।


৮। সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থাপনায় (গোরস্থান, শ্মশান, লেক, পার্ক ইত্যাদি) সি.সি. ক্যামেরা স্থাপন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।


৯। চাষাড়া থেকে নিতাইগঞ্জ পর্যন্ত বঙ্গবন্ধু সড়কের উভয় পাশে নির্মাণাধীন ফুটপাতে বিশেষজ্ঞ ও অংশীজনের মতামতের ভিত্তিতে বৃক্ষরোপনের উদ্যোগ গ্রহণ।


১০। শীতলক্ষ্যা নদী দূষণরোধে কার্য্যকর উদ্যোগ গ্রহণ।


১১। নগরীতে অপ্রতুল খেলার মাঠ ও গণপরিসরের অভাব পূরণে সরকারি পরিত্যক্ত জায়গা ব্যবহার ও অধিগ্রহনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL