সকাল নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়ায় যানজট যেন নিত্যদিনের সমস্যা। আর এই সমস্যা সমাধানে চাষাড়া গোলচক্করে বিজয়স্তম্ভের বাড়তি জায়গা কমানোর জন্যে গত ২৪ ফেব্রুয়ারী বিজয়স্তম্ভের বাইরে ভেঙ্গে ফেলা হয়। যার নির্মাণকাজ এখনো চলমান রয়েছে।
গত বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে কে বা কারা এই বিজয়স্তম্ভের এস এস পাইপের তৈরি মেইনগেইট চুরি করে নিয়ে যায়। এখানে কর্মরত শ্রমিকদের জিজ্ঞেস করলে তারা জানায় রাতের অন্ধকারে কে বা কারা এই গেইট চুরি করে নিয়ে গেছে। আমরা সকালে এসে দেখি গেইট নেই।