সকাল নারায়ণগঞ্জ:
২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, যারা দেশপ্রেমের মহাকাব্য রচনা করে বীরত্ব গাথা নিয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল শহীদ হয়েছিল তাদের গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যেসব মা বোন সম্ভ্রম হারিয়েছে তাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। কৃতজ্ঞতার চিত্তে স্মরণ করছি চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে। আমরা নতুনত্বের স্বাদ নিয়ে এবার স্বাধীনতা দিবস পালন করতে চাই। আপনারা সকলের সহযোগিতা চাই। এদেশ অনেক রক্ত ত্যাগের বিনিময়ে স্বাধীনতা এসেছে। আমাদের দেশকে উন্নত পর্যায়ে নিতে হলে নৈতিকতার মানদণ্ডে উন্নীত হতে হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি)প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগম, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান, জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা, মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, সেক্রেটারি সুলতান মাহমুদ, জেলা সভাপতি মাওলানা দীন ইসলাম, গণসংহতি আন্দোলনের তরিকুল সুজন প্রমুখ।