সকাল নারায়ণগঞ্জ:
গত ২০২৪ সালের ১ডিসেম্বর নারায়ণগঞ্জ আমলাপাড়া গার্লস স্কুলের সামনে থেকে ১৩ বছরের এক কিশোরী মেয়েকে পরীক্ষা হলের বাইরে থেকে অপহরণ করে নিয়ে যায় আসামী শুভ চন্দ্র দাস।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানায় একটি মামলা করা হয়েছে গত ১১/১২/২০২৪ ইং তারিখে। মামলা এখনো চলমান রয়েছে। মামলা নং -০৩ , ধারা – নারী ও শিশু নির্যাতন আইন ১০০০ সংশোধনী ২০০৩ এর ৭/৩০।
প্রায় তিন মাস হয়েছে কোন খোজ পাওয়া যাচ্ছে না জীবিত আছে না মেরে ফেলেছে তাও জানা যায়নি। মামলা এখনো চলমান রয়েছে। মামলা নং -০৩ , ধারা – নারী ও শিশু নির্যাতন আইন ১০০০ সংশোধনী ২০০৩ এর ৭/৩০।
আসামী শুভ চন্দ্র দাস (২০) বন্দর উপজেলার আমিন আবাসিক এলাকার (আমিন আবাসিক এলাকা ২ নং গলি) শিপন চন্দ্র দাস (৪২) এর ছেলে।
এদের বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ রয়েছে এলাকার স্থানীয় লোকজন জানা আসামি শুভ ফুটবল ক্লাবের হয়ে জেলায় জেলায় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে এবং সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন মেয়েকে প্রেমের ফাদে ফেলে তাদের নিয়ে জিম্মি করে মেয়ের পরিবার থেকে টাকা পয়সা আদায় করে। তাই এই ছেলেকে অতি দ্রুত যদি আইনের আওতায় আনা না যায় তাহলে যানিনা কত মেয়ের জীবন নষ্ট করবে। এই ছেলেকে যদি কেউ ধরিয়ে দিতে পারে তাহলে তাকে নগদ ২০ হাজার টাকা অর্থ প্রদান করা হবে। এরা আসলে একটা চক্র হয়ে কাজ করে এদের মধ্যে জড়িত রয়েছে আরো আসামী বন্দর উপজেলার গলেদারাস এলাকার শরিফ (২২), বন্দর উপজেলার আমিন আবাসিক এলাকার (আমিন আবাসিক এলাকা ২ নং গলি) শিপন চন্দ্র দাস (৪২), একই এলাকার সবিতা রানী নাম (৩৮), অজ্ঞাত আরও ৪/৫ জন।
এই ছেলেকে ধরিয়ে দিতে পারলে ২০০০০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। যোগাযোগ – +8801987816157,+8801745793523