সকাল নারায়ণগঞ্জ:
২১শে ফেব্রুয়ারী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
শুক্রবার একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক।
এসময় আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নারায়ণগঞ্জ জেলার সকল শ্রেনী-পেশার মানুষ।
পুষ্পস্তবক অর্পণের পূর্বে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।