সকাল নারায়ণগঞ্জঃ
মায়ের ভাষায় কথা বলার অধিকার চাইতে গিয়ে ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ, সেই বেদনাকে ধারণ করে মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে থেকেই জনতার ঢল নামে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহর ১২টা ১ মিনিটে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন
জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলমের নেতৃত্বে জেলা পুলিশ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান৷
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর নেতৃত্বে কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারীরা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন।
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ পৃথকভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহার নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে জেলা পরিষদ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় ছাত্র সমাজ, নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন৷ এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান৷