সকাল নারায়ণগঞ্জ:
বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান হাবিবুল্লাহ (৮৩) গত শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীতে নিজ বাসায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুম দেওয়ান হাবিবুল্লাহ ১৯৭৩ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ঠাকুরগাঁও, গোপালগঞ্জ ও রাজশাহী জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০০ সালে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন) হিসেবে অবসরে যান।
তিনি ১৯৪৩ সালে নেত্রকোনা জেলার মদন থানাধীন জাহাঙ্গীরপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
মরহুমের জানাজা আজ শনিবার বাদ এশা রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করা হয়।
উল্লেখ্য, মরহুমকে নেত্রকোনার মদনে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আইজিপির শোক : সাবেক ডিআইজি দেওয়ান হাবিবুল্লাহর মৃত্যুতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শোক : সাবেক ডিআইজি দেওয়ান হাবিবুল্লাহর মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন শোক প্রকাশ করেছে।
অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিআইডি প্রধান অতিরিক্ত আইজি মোঃ মতিউর রহমান শেখ এবং সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান আজ শনিবার এক শোক বার্তায় মরহুম দেওয়ান হাবিবুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।