সকাল নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার বন্দরে ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে মদনগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের দ্বিতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান অতিরিক্ত সচিব মো. মনোয়ার হোসেনকে প্রকল্পের কার্যক্রম পরিধি ও ভবন নির্মাণের সকল বিষয়ে অবগত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা এলজিইডি প্রকৌশলী মোসাম্মৎ শামসুন নাহার, উপ-সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ মিয়া, সিও মাজহারুল ইসলাম, হিসাব সহকারী মাসুম মিয়া, কার্য সহকারী দেলোয়ার হোসেন মীর, নূর আলী, সার্ভেয়ার আমেনা আক্তার রুপা, বন্দর উপজেলা কানুনগো মো. শরিফুর রহমান এবং মদনগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আতাউর রহমান।