সকাল নারায়ণগঞ্জ:
টিসিবির ৪৫৬ কাঠার মাল বিতরণ করা হয়েছে।
গত সোমবার (৩ফেব্রুয়ারী) ও আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে এই মাল বিতরণ করা হয়।
ফ্যামিলি নতুন কাটার মাল বিতরণ করা হয়েছে লাকি স্টোর থেকে। লাল খা রামারবাগ ৯ নং ওয়ার্ডে অবস্থিত টিসিবির পন্যের ডিলার লাকি স্টোর।
পন্য বিক্রয়ের সময় জনগণের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই বিশৃঙ্খলার কারণে পন্য বিক্রয় বন্ধ করে দেয়া হয়। লাকি স্টোর এর মালিক ডিসির দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, এখানে জনগনের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কারণে আমরা পণ্য বিক্রয় বন্ধ করে দিয়েছি। পরবর্তী ডিসির অনুমতি না পাওয়া পর্যন্ত আমরা আর পন্য বিক্রয় করবো না।