1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
নারীর ফাঁদে গ্রাফিক্স ডিজাইনারকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় ৬ জন গ্রেফতার  - সকাল নারায়ণগঞ্জ
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
বেপরোয়া বাইক-বাস-ব্যাটারি চালিত বাহন, নেই শৃঙ্খলাপ্রতিদিন পথে ঝরেছে ১৫ প্রাণ : সেভ দ্য রোড বৃষ্টিতে ভিজেও মানবিক সচেতন মূলক কাজ করে যাচ্ছেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা  সকাল নারায়ণগঞ্জ পরিবারের পক্ষ থেকে দিপা হাসেম এর জন্মদিনে শুভেচ্ছা বন্দরে আতাউর রহমান মুকুলের ওপর  হামলা, এড. মতিনের তীব্র নিন্দা এখন সময় দেশ মাতৃকার সেবা করার” — ডা. মজিবুর রহমান হজ শেষে দেশে ফিরলেন ৬০,৫১৩ হাজি মহররম ও আশুরার সঙ্গে কারবালার সম্পর্ক কি? রেমিট্যান্স প্রবাহে রেকর্ড, রিজার্ভ ছাড়াল ৩১ বিলিয়ন ডলার অস্ট্রেলিয়ায় চার দলীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ আল হিলালের কাছে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় ম্যানসিটির

নারীর ফাঁদে গ্রাফিক্স ডিজাইনারকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় ৬ জন গ্রেফতার 

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১২২ Time View

সকাল নারায়ণগঞ্জ:

বন্দরে নারী ফাঁদে পড়ে এক গ্রাফিক্স ডিজাইনারকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় সংঘবদ্ধ চক্রের ৬ অপহরণকারীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে বন্দর উপজেলার সাবদী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

অপহৃত গ্রাফিক্স ডিজাইনার আল আমিন (৩০) রাজধানীর মিরপুর থানাধীন শাহ আলীবাগ এলাকার আব্দুল খালেকের ছেলে। গত সোমবার (২৭ জানুয়ারি) রাতে আনিকা ওরফে রিংকি (২৫) নামে এক নারীর মাধ্যমে বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড থেকে তাকে অপহরণ করা হয়।

এ ঘটনায় আল আমিন বাদী হয়ে গ্রেফতারকৃত ৬ অপহরণকারীসহ ২১ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় মামলা দায়ের করেছেন। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত ৬ অপহরণকারীকে  আদালতে প্রেরণ করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন, বন্দর থানার নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার শাকিল (২৮), দাঁশেরগাও আমিরাবাদ এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে শাকিল (১৯), নোয়াদ্দা এলাকার মো. হোসেন মিয়ার ছেলে রাহাত (২৪), কাইতাখালি এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে শিল্প (২৪), একরামপুর ইস্পাহানী এলাকার দুলাল মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন (২৭) এবং একরামপুর পৌরসভা এলাকার সোহেল পাটুয়ারী ছেলে মো. শরিফ (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, বন্দরের শাকিল আহম্মেদের স্ত্রী আনিকা ওরফে রিংকি’র সঙ্গে আল আমিনের ফেসবুকে পরিচয় হয় এবং তাদের মধ্যে ম্যাসেঞ্জারে কথোপকথন চলত। এর পরিপ্রেক্ষিতে, গত সোমবার রাতে রিংকি আল আমিনকে মদনপুর বাসস্ট্যান্ডে আসতে বললে, তাকে অপহরণ করে কাইতাখালি বাস স্ট্যান্ডের পাশে পাকুরের পাড়ে নিয়ে কাঠের ডাসা দিয়ে পিটিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

অপহরণকারীরা আল আমিনকে মারধর করে তার মোবাইল ও ম্যানিব্যাগ ছিনিয়ে নেয় এবং তার পিতার কাছ থেকে বিকাশের মাধ্যমে ৪৮ হাজার টাকা মুক্তিপণ আদায় করে। পরে তারা আল আমিনকে সাবদী এলাকায় নিয়ে যায়। এক পর্যায়ে আল আমিন পুলিশকে সংকেত দিলে, টহলরত পুলিশ তাকে উদ্ধার করে, তবে অপহরণকারীরা পালিয়ে যায়।

পুলিশ জিজ্ঞাসাবাদে অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে। 

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, “এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে, বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL