1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
বিকেএ- এর বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত - সকাল নারায়ণগঞ্জ
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
পানিরকল এলাকায় শীতলক্ষ্যার তীরে বিআইডব্লিউটিএ’র উদ্যোগে দৃষ্টিনন্দন ইকোপার্ক নির্মাণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি চুরির ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন  কর্মীসভায়  ১১ নং ওয়ার্ড তল্লা এলাকা থেকে বিশাল মিছিলের ঢল বিকেএ- এর বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত কল্যাণরাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা রাখতে হবে আমাদের নিয়ে খোঁচাখুঁচি করে লাভ নাই, আমরা তো পুরান মাল – রাজীব আহসান বন্দর থানা বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও লিফলেট বিতরণ  না:গঞ্জ জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করলেন ডিআইজি এ কে এম আওলাদ হোসেন জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে যুবদলের মিলাদ মাহফিল ও মাদ্রাসার এতিম ছাত্রদের শীতবস্ত্র বিতরণ ১২ দফা দাবিতে আরএন নীট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ

বিকেএ- এর বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৪ Time View

সকাল নারায়ণগঞ্জ:

২০ জানুয়ারি-২০২৫, সোমবার বন্দরের নবীগঞ্জের পদুঘরস্থ হাজী সুলতান মাহমুদ কমিউনিটি সেন্টারে বন্দর কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ বছর প্রায় ৮৮ জন শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। 

বন্দর কিন্ডারগার্টেন এসোসিয়েশন-এর সম্মানিত সভাপতি মো : মাজহারুল ইসলাম স্যারের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন ওলামা পরিষদ, বন্দর থানা কমিটির সম্মানিত সভাপতি মুফতি এম. এ কবির হোসাইন।  

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার জনাব মো : মোস্তাফিজুর রহমান স্যার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের এই স্কলারসরাই আগামী দিনের কর্ণধার এবং দেশ ও জাতির নেতৃত্বে অগ্রণী ভূমিকা পালন করবে। 

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আপনাদের সন্তানের জন্য সু-চিন্তা করতে থাকুন এবং তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে দায়িত্বশীল ভূমিকা পালন করুন। 

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদের সম্মানিত শিক্ষা অফিসার জনাব মো : রেজাউল করীম স্যার। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যত ক্যারিয়ার গঠনে দিক নির্দেশনা প্রদান ও তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা জানান। 

প্রধান উপদেষ্টা হিসেবে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, লেখক ও গবেষক ইঞ্জিনিয়ার মো : আনিসুর রহমান (আনিস)।  তিনি বলেন, আমাদেরকে লেখাপড়ার পাশাপাশি আদর্শ মানুষ হওয়ার ব্যাপারে সচেতন হতে হবে। শুধুমাত্র লেখাপড়া, খেলাধূলা, ক্যারিয়ার গঠন ও খাওয়া পড়ার প্রয়োজনীয়তাই একজন মানুষের সংজ্ঞায় পড়েনা। একজন প্রকৃত মানুষ হচ্ছে সেই ব্যক্তি যার ভিতর মনুষ্যত্ববোধ আছে। 

ভালোকে ভালো বলা ও খারাপকে খারাপ বলার শক্তি অর্জন করা। তাই আমাদেরকে মনুষ্যত্ববোধ অর্জন করা জরুরী। তাহলেই আদর্শ মানুষ হতে পারবো। 

অভিভাবকদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, আপনারা হলেন গর্বিত অভিভাবক। আপনাদের কষ্ট, শ্রম ও প্রচেষ্টার ফলেই আজকে তারা কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে। আশাকরি আগামীর দিনগুলোতেও এর ধারাবাহিকতা ধরে রাখবেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র এসোসিয়েশনের উপদেষ্টা জনাব, মো : মোমেন ইসলাম, জনাব মো : মিজানুর রহমান (মিজান), জনাব ক্বারী মো : আবু সাঈদ, জনাব মো : মনিরুল ইসলাম সবুজ ও জনাব হাফেজ মো : আইয়ূব মেম্বার এবং সহকারী শিক্ষা সচিব জনাব মো : রাশেদুল হাসান প্রমূখ। 

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ধামগড় ইউনিয়নের সংগঠক মো : এরফান আহমেদ আলিফ ও তার প্রতিনিধি দল। আরো উপস্থিত ছিলেন, মো : আল-আমিন ও ইসলামী ছাত্র আন্দোলন বন্দর থানা পূর্বের সভাপতি মো : মারুফ বিল্লাহ সিদ্দিকসহ আরো অনেকে। 

সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসোসিয়েশনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন যথাক্রমে, বৈশাখী সুলতানা ম্যাডাম, হাফেজ রবিউল ইসলাম, মাওলানা মনিরুল ইসলাম কাঁচপুরী, মো : ইমতিয়াজ হাসান (ইমন), নিপা আক্তার, নুসরাত জাহান মিতু, রুমা আক্তার, আকলিমা আক্তার স্বপ্নাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। 

এই বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা নতুনভাবে অনুপ্রেরণা লাভ করবে।  দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে আরও বেশি অঙ্গীকারবদ্ধ হবে বলে আয়োজকগণ আশা প্রত্যাশা করে। 

পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াত ও এসোসিয়েশন সংগীত পরিবেশনের মাধ্যমে শিক্ষার্থীদের বক্তব্য প্রদানের দ্বারা প্রোগ্রামটি আরো প্রাণবন্ত হয়ে উঠে। 

এসোসিয়েশনের মহাসচিব মাওলানা নাজমূল হুদা বিন মাজিদ ও শিক্ষাসচিব মো : মাহবুব আলমের চমকপ্রদ উপস্থাপনায় আজকের প্রোগ্রামটি সুন্দরভাবে সাফল্যমন্ডিত হয়েছে। 

পরিশেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ,  সম্মাননা ক্রেষ্ট ও আর্থিক সহায়তা প্রদান করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তির ঘোষনা করা হয়। 

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL