সকাল নারায়ণগঞ্জঃ
আজ ৬ জানুয়ারি সোমবার সকাল ৯টায় বক্তাবলী আমজাদ কমিউনিটি সেন্টারে বক্তাবলী পরগণা মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির উদ্যোগে মাদক ও অপসংস্কৃতির ভয়াল থাবায় সামাজিক অবক্ষয় থেকে উত্তরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
আলীর টেক মাদরাসার মুহতামিম হাফেজ আতাউল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা আব্দুল আউয়াল দা.বা. খতিব, ডি.ই.টি জামে মসজিদ, নারায়ণগঞ্জ, প্রধান আকর্ষণ আল্লামা আব্দুল হামীদ দা.বা. পীর সাহেব। প্রধান অতিথি হিসেবে ছিলেন মুক্তিযোদ্ধা আলহাজ মুহাম্মাদ গিয়াস উদ্দীন সাবেক সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৪, বিশেষ অতিথি জনাব মুহা. শরীফুল ইসলাম অফিসার ইনচার্জ, ফতুল্লা মডেল থানা, জনাব আজিজুল হক এস.আই, বাসন থানা, গাজীপুর।
বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, নৈতিক শিক্ষা ও সৎসঙ্গ ব্যতীত মাদক এবং অপসংস্কৃতি বন্ধ সম্ভব নয়। আজ অনেক সম্ভ্রান্ত পরিবারের সন্তানরা সঙ্গ দোষের কারণে মাদকাসক্ত হচ্ছে। অপ্রয়োজনীয় মোবাইল-ইন্টারনেট ব্যবহারের ফলে অপসংস্কৃতিতে জড়িয়ে যাচ্ছে। এগুলো থেকে আমাদের সন্তানদের দূরে রাখতে হবে। তাদেরকে নৈতিক শিক্ষা দিতে হবে।
আমন্ত্রীত ওলামায়েকেরামের মধ্যে উপস্থিত ছিলেন, আল্লামা আব্দুল কাদির মুহতামিম আমলাপাড়া মাদরাসা, মাওলানা আবু তাহের জিহাদী মুহতামিম,দেওভোগ মাদরাসা, মুফতি নূরুল আমীন কাসেমী, প্রধান মুফতি, লালমাটিয়া মাদরাসা, মাওলানা হানজালা পীরজাদা বাহাদুরপুর , মুফতী যাকারিয়া মাহমুদ সভাপতি, ইমাম ঐক্য পরিষদ কাশিপুর, আল্লামা আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান বীর সাহেব, বাহাদুরপুর, মুফতী আবদুস সবুর কাসেমী মুহতাদিম, কাশীপুর মাদরাসা, মুফতী মাহমুদ হাসান কাসেমী শিক্ষা সচিব যাজীপাড়া মাদরা, সামুফতী রফিকুল ইসলাম মাদানী ইমাম ও খতিন, চলা গেইট মসজিদ, মুফতী মোখতার হোসাইন সাফা, মাওলানা শফিকুল ইসলাম সালেহী