সকাল নারায়ণগঞ্জঃ
দৈনিক যুগের চিন্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ও নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক প্রয়াত সাংবাদিক মরহুম মো.সুলতান এর রুহের আত্মার মাগফেরাত কামনায় দৈনিক যুগের চিন্তার আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) বাদ মাগরিব নামাজের পরে চাষাঢ়া সায়াম প্লাজার ৩য় তলায় দৈনিক যুগের চিন্তা’র কার্যালয়ে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় দোয়ায় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক ইউসুফ আলী এটম, দৈনিক যুগের চিন্তার নির্বাহী সম্পাদক মো.নুরুল ইসলাম, অনলাইন পোর্টাল লাইভ নারায়ণগঞ্জ.কম এর সম্পাদক ইঞ্জি. মোহাম্মদ কামাল হোসেন, প্রেস নারায়ণগঞ্জ.কম এর সম্পাদক ফখরুল আহম্মেদ, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু, দৈনিক যুগের চিন্তার বার্তা সম্পাদক মাহফুজ সিহান, বিশেষ প্রতিনিধি ফরিদ আহম্মেদ বাধন, সিনিয়র স্টাফ রিপোর্টার লতিফ রানা, জাগো নারায়ণগঞ্জের সম্পাদক শহিদুল ইসলাম রাসেল, নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু, সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি সৈয়দ সিফাত আল রহমান লিংকন, কাউছার আহম্মেদ, প্রয়াত সাংবাদিক সুলতানের বড় ভাই মো.সোলেমান, দৈনিক যুগের চিন্তার স্টাফ রিপোর্টার রাকিবুল ইসলাম, ইফতি মাহমুদ, লিমন দেওয়ান, ফটো সাংবাদিক কেএইচ মিলন, ফটো সাংবাদিক মেহেদী হাসান, বন্দর প্রতিনিধি জিএম সুমন, যুগের চিন্তার স্টাফ রিপোর্টার নুরুন নাহার নিরু, মেহেরিন জারা, সার্কুলেশন ম্যানেজার আব্দুল কুদ্দুস, ফটো সাংবাদিক কাইয়ুম খান, ফটো সাংবাদিক আল মামুন, খবর নারায়ণগঞ্জ ডটকমের সম্পাদক মশিউর রহমান, দৈনিক শীতলক্ষ্যার স্টাফ রিপোর্টার সজীব, উজ্জীবিত বাংলাদেশের বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয়, রিপোর্ট নারায়ণগঞ্জের সম্পাদক শরীফুল ইসলাম সুমন, টাইম নারায়ণগঞ্জের সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, নির্বাহী সম্পাদক আশেকুর রহমান সাজু, সাংবাদিক বিল্লাল হোসেন, রুদ্র বার্তার ফটো সাংবাদিক আলী হোসেন টিটু, সকাল নারায়ণগঞ্জের সম্পাদক জামাল তালুকদার, ফটো সাংবাদিক আরিফুল ইসলাম সেলিম, রিপন মাহমুদ, ফটো সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, লিটন, সাকিবুল সায়েম, হাসিবা নিঝুম, সাদিয়া আক্তার মীম, স্মরণ রায় প্রমুখ। এসময় প্রয়াত সাংবাদিক সুলতানের রুহের মাগফেরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
প্রসঙ্গত, দৈনিক যুগের চিন্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ও নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক মো. সুলতান হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার (২ অক্টোবর) বেলা ১২ টায় ঢাকার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি মা, এক বোন, এক ভাই, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওইদিন বাদ মাগরিব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের গলাচিপা আউয়াল চেয়ারম্যান বাড়ী সংলগ্ন বাইতুল মামুর জামে মসজিদে জানাযা শেষে মাসদাইর পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।