সকাল নারায়ণগঞ্জঃ
২৩ সেপ্টেম্বর রোজ সোমবার সকাল থেকে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় এবং স্কুল কলেজ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পবিত্র কোরআন খতমের মধ্য দিয়ে মরহুম আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন সাহেবের প্রথম মৃত্যু বার্ষিকী পালন করেন। জোহর নামাজের পর নারায়ণগঞ্জ জেলা পরিষদের পাশে অবস্থিত দারুস্ সুন্নাত সালেহীয়া মোহেব্বীয়া দীনিয়া মাদ্রাসার সকল ছাত্রদের নিয়ে মাওলানা আব্দুল বাতেন সাহেব মোনাজাত পরিচালনা করেন।
মরহুম আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন সাহেবের পরিবারের পক্ষ থেকে দুই শতাধিক ছাত্রদের খাবার এবং মাদ্রাসার উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় পরিবারের পক্ষ থেকে মাদ্রাসায় বক্তব্য রাখেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: মোমেন ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ এমদাদুল হক সহ আরো অনেকে
মাদ্রাসার পক্ষ থেকে মরহুম আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন সাহেবের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বক্তব্য বলেন মাদ্রাসার প্রত্যেকটি কাজে তার ছোঁয়া ও স্মৃতি জড়িত রয়েছে এবং প্রতিটি ছাত্র আজ খন্দকার লুৎফর রহমান স্বপন স্বপন ভাইয়ের স্মৃতির কথা মনে পড়লেই কি জানি আমাদের মাঝে নেই এরকম মনে হয় আমরা তার জন্য দোয়া করি মহান আল্লাহ পাক যেন তার কবরের সকল গুনাহ মাফ করে বেহেস্ত নসিব করেন।