1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
এবার বিআইডবিøউটিএ’কে লালকার্ড দেখালেন আন্দোলনকারীরা - সকাল নারায়ণগঞ্জ
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জে ইসলামী আন্দোলনের সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন মহিলা পরিষদ না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বার্তা প্রদান স্বাধীনতার ৫৩ বছর পর ইসলামকে বিজয়ী করার সুযোগ এসেছে – মুফতি মাসুম বিল্লাহ কালীর বাজারে অগ্নিকাণ্ডের পরিস্থিতি পরিদর্শনে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ মহিলা পরিষদের কেন্দ্র পরিচালিত “জেন্ডার, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট (১৪তম) কোর্স”- এর মাঠকর্ম অনুষ্ঠিত বন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও ভুল বুঝাবুঝির অবসান ইসলামী আন্দোলনের শারদীয় দূর্গা পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিমিয় BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে ফতুল্লায় আন্তর্জাতিক শিক্ষক দিবস-২০২৪ উদযাপন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক শিক্ষক দিবস উদযাপন করা হয় রূপগঞ্জে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন  হামলার প্রতিবাদে মানববন্ধন

এবার বিআইডবিøউটিএ’কে লালকার্ড দেখালেন আন্দোলনকারীরা

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৩৭ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

শীতলক্ষ্যা নদীর পাড়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নারায়ণগঞ্জে প্রবেশাধিকার ও প্রয়োজনীয় কাঠামোসহ একটি যাত্রী টার্মিনালের উন্নয়ণ বাস্তবায়নের প্রকল্প পরিদর্শন করেন বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল। আর এ প্রতিনিধি দলের সামনে লালকার্ড প্রদশনের কর্মসূচির ঘোষণা করেন আন্দোলনকারীরা। কিন্তু আন্দোলনকারীদের এমন কর্মসূচির আগেই প্রকল্প পরিদর্শন করে চলে যান বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল।

মঙ্গলবার (৪ জুন) সকালে বিআইডবিøউটিএ’র কার্যালয়ের সামনে ‘লক্ষ্যাপাড়ের গাছ রক্ষায় নারায়ণগঞ্জবাসী’র আয়োজনে এক সমাবেশ করে এই প্রতিবাদ জানানো হয়।

এদিকে, নারায়ণগঞ্জে প্রবেশাধিকার ও প্রয়োজনীয় কাঠামো সহ একটি যাত্রী টার্মিনালের উন্নয়ণ বাস্তবায়নের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ শীতলক্ষ্যা নদীর পাড়ের প্রায় ৮০টির বেশী গাছ কেঁটে ফেলেছে। এর প্রতিবাদ জানিয়ে লক্ষ্যাপাড়ের গাছ রক্ষায় নারায়ণগঞ্জবাসী সভা সমাবেশ কর্মসূচি পালন করছে। এ অবস্থায় সকালে প্রকল্পের কাজ পরিদর্শনে আসেন বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল।

পৃথিবীতে মানুষের বেঁচে থাকার একমাত্র উপায় অক্সিজেন। আর সেই অক্সিজেন দেয়া থেকে প্রকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে গাছ। এবার নারায়ণগঞ্জে গাছ কেঁটে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করায় লালকার্ড দেখিয়ে প্রতিবাদ জানিয়েছে আন্দোলনকারীরা। এ সময় নারায়ণগঞ্জের বিভিন্ন সাহিত্যিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠক, সাংবাদিক ও শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহন করেন। কর্মসূচিতে সাড়িবদ্ধ হয়ে লাল কার্ড ও গাছ রক্ষায় নানা প্রতিবাদী ¯েøাগানে প্লে-কার্ড প্রদর্শণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, প্রকৃতিকে ধ্বংস করে কোন উন্নয়ণ প্রকল্প চায় না বাংলাদেশের মানুষ। আপনারা উন্নয়ন করেন কিন্তু গাছ কেটে প্রাণ প্রকৃতিকে ধ্বংস করে না। আমরা উন্নয়ন চাই, কিন্তু সেটা যেনো প্রকৃতি নির্ভর হয়। ‘একটি গাছও রাখা সম্ভব না’ বিআইডবিøউটিএ এর প্রকল্প পরিচালকের এই অমার্জনিয় সিদ্ধান্তের প্রতিবাদে আমরা আজ লাল কার্ড প্রদর্শন কর্মসূচি করছি। প্রকৃতিকে রক্ষায় আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

শীতলক্ষ্যা পাড়ের গাছ রক্ষায় নারায়ণগঞ্জবাসী কমিটির সভাপতি কবি আরিফ বুলবুলের সভাপতিত্বে সঞ্চালনা করেছেন সদস্য সচিব শুভ দেব। এছাড়াও সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর‘র সমন্বয়ক নিয়ামুর রশিদ খান বিপ্লব, নির্বাহি সমন্বয়ক পপি রাণী সরকার, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস, হাউয়াইন গিটার’র সাবেক সাধারণ সম্পাদক অঙ্কন রানা, প্রথম আলো বন্ধুসভার নারায়ণগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক মিন্টু, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সৃজয় সাহা প্রমুখ।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL