সকাল নারায়ণগঞ্জঃ
২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর মুক্তিযোদ্ধা ভাষাসৈনিক সামশুজ্জোহার সন্তান জননেতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক নারায়ণগঞ্জ ৫ সংসদ সদস্য নাসিম ওসমান ও তার সহধর্মিণী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জননেত্রী পারভীন ওসমানের এক মাত্র নয়নের মণি নারায়ণগঞ্জের অহংকার যুবনেতা আজমেরী পক্ষে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় পার্টির প্রবিন নেতা কাজী এজাজ এর ভাতিজা কাজী নূর ইসলাম পরশ ও তার ছেলে কাজী ফয়সাল হোসেন জিকু ও কজী এজাজ এর ভাতিজা কাজী নূর ইসলাম পরশ।
বুধবার (২১ ফেব্রুয়ারী) নারায়ণগঞ্জ রাজনীতির আগামীর ভরসা ওসমান পরিবার এর জ্যেষ্ঠ কর্ণধার সবার প্রিয় ও শ্রদ্ধেয় আলহাজ্ব আজমেরী ওসমানের পক্ষ থেকে শহীদদের প্রতি এই বিনম্র শ্রদ্ধা জানান কাজী নূর ইসলাম পরশ ও কাজী ফয়সাল হোসেন জিকু।
এই সময় ফুলেল তোরা দিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই শ্রদ্ধা নিবেদন করেন তারা। কাজী নূর ইসলাম পরশ ও কাজী ফয়সাল হোসেন জিকু বলেন আমরা সকল শহীদের প্রতি শোকাহত। আমাদের ও আমাদের জননেত্রী পারভীন ওসমান ও জননেতা নাসিম এর কর্ণধার যুবনেতা সারা নারায়ণগঞ্জের অহংকার আজমেরী ওসমান এর পক্ষে সকল শহীদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও দোয়া। প্রধানত শ্রদ্ধা ও দোয়া রইলো আমাদের জননেতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক নারায়ণগঞ্জ ৫ সংসদ সদস্য নাসিম ওসমান এর প্রতি এবং তার পিতা ভাষাসৈনিক সামসুজ্জোহার প্রতি।