সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সমন্বয় কমিটির সভায় নারায়নগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সদস্য একেএম শামীম ওসমান।
এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহম্মেদ , মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, বক্তাবলী ইউপি চেয়ারম্যান এম শওকত আলী, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান, ফতুল্লা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, আলীরটেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, গোগনগর ইউপি চেয়ারম্যান মোঃফজর আলী সহ সকল ইউপি সদস্যরা।
এসময় উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের বিভিন্ন বিষয়ে সিদ্বান্ত ও উদ্যোগ গ্রহন ও আলোচনা ছাড়াও সমন্বয় কমিটির মাসিক সভা, আইনশৃঙ্খলার উন্নতি ও মেম্বার চেয়ারম্যানদের যৌথভাবে মিলে কাজ করার আহবান জানান শামীম ওসমান।