সকাল নারায়ণগঞ্জঃ
একটি শোকের সংবাদ মনির হোটেলের মেনেজার রাকিবুল হাসান শান্ত এর মাতা আর নেই। ইন্না-লিল্লাহ ওয়াইন্না-ইলাইয়ে রাজিউন।
সোমবার (১৫ জানুয়ারি) রাত ৮ ঘটিকায় দেওভোগ নিবাসী এবং মনির হোটেল এর মেনেজার রাকিবুল হাসান সান্ত এর মাতা ইন্তেকাল করেছেন।
গতকাল রবিবার অসুস্থ অবস্থায় তাকে রাত ৮ ঘটিকায় ঢাকা বারডেম হাসপাতাল নেওয়া হয়। তারপর বারডেম থেকে চিকিৎসাধীন অবস্থায় তাকে ঢাকা মুগদা মেডিকেল কলেজ হসপাতাল নেওয়া হয়। ঢাকা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ৮টায় তাকে মৃত ঘোষণা করা হয়। মরহুমার জানাজার নামাজ এখনো নির্ধারণ করা হয়নি।
মরহুমার একমাত্র ছেলে মনির হোটেলের মেনেজার রাকিবুল হাসান সান্ত তার মাতার জন্য সকল এর কাছে তার মার জন্য দোয়া কামনা করে রাকিবুল হাসান সান্ত। রাকিবুল হাসান সান্ত তার পারসোনাল ফেইসবুক আইডিতে বলেন আমার মা আর নেই আপনারা আমার মার জন্য দোয়া করবোন যদি আমার মার কোনো দোষ থাকে মাফ করে তাকে জান্নাতুল ফেরদৌসের কামনা করেন।