সকাল নারায়ানগঞ্জঃ
‘ভ্যালেন্টাইনস ডে উুপলক্ষে বিয়ার বিক্রির উদ্দেশ্যে ১৯২ ক্যান বিয়ারসহ চার যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে তদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নাসির সিদ্ধিরগঞ্জের কামতাল এলাকার আব্দুল আলীর ছেলে,
একই এলাকার
মো. সুজন মো. খলিলের ছেলে ও মো. সাগর হোসেন আব্দুল বাতেনের ছেলে। রুহুল আমিন ঢাকার দোহারের লালু মাঝির ছেলে।
জেলা
গোয়েন্দা পুলিশের ওসি এসএম আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে
সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে
একটি প্রাইভেটকারসহ ১৯২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। তিনি জানান,
জিজ্ঞাসাবাদ করে আটককৃতদের কাছ থেকে জানা গেছে ক্যান বিয়ারগুলো ঢাকা থেকে
নিয়ে আসে তারা। ভালোবাসা দিবসে বিক্রি জন্য মজুদ করা হয়েছিলো।