1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
নি‌জের কর্মী সমর্থক‌দের নি‌য়ে বিশাল শা‌ন্তি শোভাযাত্রা বের ক‌রেন আজ‌মেরী ওসমান - সকাল নারায়ণগঞ্জ
রবিবার, ১৮ মে ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জে গৃহবধূ ধর্ষণের ঘটনায় জড়িত আসামী লিটন ওরফে লিটাকে গ্রেফতার করেছে র‍্যাব-১১  বিধ্বস্ত দেশটাকে নতুন করে গড়ে তুলতে হবে – গিয়াস উদ্দিন  টানা দেড় ঘণ্টার ঝুম বৃষ্টিতে তলিয়ে যায় অধিকাংশ সড়ক ফতুল্লায় ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা, র‍্যাব-১১ এর অভিযানে আসামি গ্রেফতার  আইজিপির সাথে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ ফতুল্লায় চুরি হওয়া ৪ মাসের বাচ্চাকে র‍্যাব-১১ ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধারসহ ২জন আসামি গ্রেফতার  না:গঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সুস্থ পরিবার একটি উন্নত রাষ্ট্রের রুপকার বিএনপি নেতা রিয়াদ চৌধুরী আটক, দল থেকে বহিষ্কার  নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার মামলা নং-৫০(০৮)০৯ সালের একটি হত্যা মামলা ধারা

নি‌জের কর্মী সমর্থক‌দের নি‌য়ে বিশাল শা‌ন্তি শোভাযাত্রা বের ক‌রেন আজ‌মেরী ওসমান

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৩১ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

হরতালকে ‘ভোঁতা অস্ত্র’ হিসেবে বর্ণনা করে নারায়ণগঞ্জ-৫ আস‌নের সা‌বেক সাংসদ প্রয়াত বীর মু‌ক্তি‌যোদ্ধা না‌সিম ওসমা‌নের পুত্র যুব‌নেতা আজ‌মেরী ওসমান ব‌লে‌ছেন বিএনপির ‘এই কর্মসূচি কেউ মা‌নে নাই, মানবে না।’

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে নি‌জের কর্মী সমর্থক‌দের নি‌য়ে মঙ্গলবার দুপু‌রে হোন্ডা ও গা‌ড়ি বহ‌রে বিশাল শা‌ন্তি শোভাযাত্রা বের ক‌রেন আজ‌মেরী ওসমান। ‌‘শান্তি শোভাযাত্রা’ ‌শে‌ষে এ কথা ব‌লেন তি‌নি। 

নারায়ণগ‌ঞ্জের এই যুব‌নেতা বলেন, “এদের (বিএনপি) এই নৈরাজ্যের হরতাল কেউ মানবে না। হরতালের এই অস্ত্র ভোঁতা হয়ে গেছে। এই ভোঁতা অস্ত্রে কাজ হবে না।”

এদিন আজ‌মেরী ওসমান গা‌ড়ি ও প্রায় শতা‌ধিক মোটরসাইকেলের বিশাল বহর নি‌য়ে শহরের কলেজ রোডস্থ নিজ বাসভবন থেকে বের হ‌য়ে ফতুল্লা, শহর ও সি‌দ্ধিরগ‌ঞ্জের বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিন ক‌রে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দি‌য়ে শা‌ন্তি শোভাযাত্রা ক‌রেন। এসময় প্রতি‌টি মোটর বাইক ও গা‌ড়ি‌তে তার সমর্থক‌দের সাদা পতাকা হা‌তে হরতাল বি‌রোধী স্লোগান দি‌তে দেখা যায়। 

কর্মসূচীতে যুব‌নেতা আজ‌মেরী ওসমা‌নের নেতৃ‌ত্বে আরো উপ‌স্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কাজি আমীর, আওয়ামী লীগ নেতা হামিদ প্রধান, শ্রমিক নেতা রহমত উল্লাহ, নাসির, সুমন, খায়রুদ্দিন মোল্লা, ইফতি, মনির হোসেন, হোসেন রেজা, সেন্টু রহমানসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। 

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালিয়ে মহাসমাবেশ পণ্ড করে দিয়েছে অভিযোগ এনে বিএনপি ও সমমনাদের পক্ষ থেকে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়। এরপর থেকে শুরু হয় লাগাতার অবরোধ-হরতাল কর্মসূচি। 

জানা‌গে‌ছে, বিএনপি-জামায়াতের লাগাতার অবরোধ-হরতাল কর্মসূচিতে জ্বালাও পোড়াও সহ যে‌কোন ধর‌নের নাশকতা ঠেকা‌তে এবং সাধারন খেটে খাওয়া মানুষদের জান মালের নিরাপত্তার জন‍্য বিরামহীনভা‌বে প্রতি‌টি হরতাল অব‌রো‌ধে রাজপ‌থে থে‌কে  অব‌রোধ‌ বি‌রোধী শা‌ন্তি শোভাযাত্রা ক‌রে যা‌চ্ছেন  নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমানের তনয় যুবনেতা আজমেরী ওসমান।

উল্লেখ‌্য, প্রতি‌দিনই কর্মসূচী শে‌ষে নি‌জের প্রায় হাজারখা‌নেক কর্মী সমর্থক‌দের দুপু‌রের খাবা‌রের ব‌্যবস্থা ক‌রে যা‌চ্ছেন কর্মী বান্ধব এই যুব‌নেতা।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL