সকাল নারায়ানগঞ্জঃ
পৃথিবীর বেশিরভাগ দেশগুলোতে আমি ঘুরেছি এবং আশেপাশের দেশগুলোতেও দীর্ঘদিন থেকেছি। আমি একটা জিনিস চ্যালেঞ্জ করে বলতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশের থেকে ভালো দেশ আর কোথাও নাই। কিছু কিছু সময় ঝড় ঝাপটা আসে, অশুভ শক্তি আসে অশুভ শক্তি এসে অশুভ কাজ করে। এই অশুভ শক্তি ৭৫’এর পর এসে জাতির জনক ও তার পরিবারকে হত্যা করে, জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করে, লক্ষ লক্ষ আওয়ামীলীগে নেতাকর্মীদের আহত এবং নিহত করেছে, ১৬ই জুন নারায়ণগঞ্জে বোমা হামলা করে ২০ জন মানুষ মেরেছে। যারা মানুষ মারে, আগুনের রাজনীতি করে তাদের কোনো ধর্ম নাই।
শুক্রবার(০৭ফেব্রুয়ারী) সকালে কালীবাজারস্থ জেলা সরকারী গ্রন্থাগার প্রাঙ্গণে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রী-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান একথা বলেন।
তিনি বলেন, আপনারা জিউস পুকুর ও শশ্মান ঘাট দখলমুক্তের দাবি করেছেন। দখলমুক্তের দাবি করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদের কাছে কিন্তু আপনারা বলেন নাই কে দখল করে রেখেছে। যেদিন বলতে পারবেন সেই দিন জিউস পুকুর ও শশ্মান ঘাট দখলমুক্ত পাবেন। শুধু জিউস পুকুর আর শ্মশান না আরো অনেক জায়গা দখল করে রেখেছে। আপনাদের কেন্দ্রীয় কমিটিতে অনেক উকিল এবং সাংবাদিক রয়েছে। সেখান থেকে একটি কমিটি করে আপনারা এসে দেখে যান, যতটুকু সহযোগীতা লাগে আমি করবো।
এসময় উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রী-বার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শ্রী দিপক কুমার দাস’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ’র সভাপতিমন্ডলীর সদস্য ড. নিম চন্দ্র ভৌমিক, শ্রী জয়ন্ত সেন দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী মনিন্দ্র কুমার নাথ, এড. তাপস কুমার পাল, সাংগঠনিক সম্পাদক শ্রী রবিন্দ্রনাথ বসু, শ্রী সাগর হালদার, এফবিসিসিআই’র পরিচালক প্রবীর কুমার সাহা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা প্রমুখ।