এস.এস.সি ২০০২ ও এইচ.এস.সি ২০০৪ ঢাকা ডিভিশনের বন্ধু মহলের উদ্যোগে বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত।
রবিবার (৩০ জুলাই) এই এস.এস.সি ২০০২ ও এইচ.এস.সি ২০০৪ ঢাকা ডিভিশনের বন্ধু মহলের উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষরোপন করা হয়। সরকারি হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজ বন্দরে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশের পরিবেশ রক্ষা করতে হলে আমাদের সবার বেশি বেশি করে বৃক্ষরোপন করতে হবে এবং সবাইকে সচেতন করে এই বৃক্ষরোপন কাজে আগিয়ে আনতে হবে তাহলে আমরা এই পরিবেশকে বাচাতে পারবো।
এই বৃক্ষরোপন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, প্রধান অতিথিঃ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ.রশিদ (চেয়ারম্যান বন্দর উপজেলা পরিষদ ও সভাপতি, বন্দর উপজেলা আওয়ামিলীগ), উদ্বোধকঃ বি.এম. কুদরত-এ-খুদা (নির্বাহী কর্মকর্তা, বন্দর উপজেলা বন্দর নারায়ণগঞ্জ), বিশেষ অতিথিঃ আলহাজ্ব মোঃ কাজীম উদ্দিন প্রধান, (সাধারণ সম্পাদক, বন্দর উপজেলা আওয়ামিলীগ), ছালিমা হোসেন শান্তা, (মহিলা ভাইস চেয়ারম্যান, বন্দর উপজেলা পরিষদ), মোঃ মোমেন ইসলাম, সাধারণ সম্পাদক, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটি।
সঞ্চালনায়ঃ মোঃ সাইফুল ইসলাম বাদল ও সুলতান বিন আরফিন এবং সভাপতিত্ব করেনঃ মোঃ ছালে আহামদ, (অধক্ষ (ভারপ্রাপ্ত), সরকারি হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজ, বন্দর নারায়ণগঞ্জ) এবং এস.এম কিশোর, কাজি ওয়াসিম জাবেদ, মামুন কোতোয়াল, মিজানুর রহমান সহ আরো অনেকে।